ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝক্কি কাটিয়ে ৫০ শতাংশ দর্শক নিয়ে বিভিন্ন শর্ত সাপেক্ষে ধীরে ধীরে চালু হয়েছে সিনেমা হলগুলো। এর প্রথম ধাপেই চলতি মাসের ১৯ তারিখ বড় পর্দায় মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সিনেমা বেল বটম।
বক্স অফিস ইন্ডিয়া ডটকমের বরাত দিয়ে সে দেশের একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, চলতি বছর বক্স অফিস থেকে সবচেয়ে বেশি আয় করতে চলেছে অক্ষয়ের এই সিনেমাটি।
প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহের শুক্রবারেও বক্স অফিস থেকে ৭৫ লাখ রুপি ঘরে তুলেছেন প্রযোজক। সব মিলিয়ে এপর্যন্ত মোট ১৯ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে বেল বটম।
তবে বেল বটম এর তুলনায় এবছর আয়ের দিক থেকে এখনও কয়েক কোটি রুপি এগিয়ে আছে জাহ্নবী কাপুর অভিনীত রুহি।
চলতি বছরের শুরুর দিকে বড় পর্দায় মুক্তি পায় জাহ্নবী কাপুর অভিনীত হরর-কমেডি ঘরনার সিনেমা রুহি ।
দারুণভাবে সাড়া জাগিয়ে মুক্তির কয়েকদিনের মধ্যে বক্স অফিসে বেল বটম আয় কমে যায় চোখে পড়ার মতো।
তাছাড়া গত শুক্রবার অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি অভিনীত সিনেমা চেহরে মুক্তির পরে বেশ প্রতিযোগিতার মুখেও পড়তে হয় বলিউড ‘খিলাড়ি’র এই সিনেমাকে।
দেশটির গুজরাত এবং মহারাষ্ট্রে বেল বটম এককভাবে চুটিয়ে ব্যবসা করলেও অন্যান্য প্রদেশে ৭৫ শতাংশ আয় কমে গিয়েছিল।
তবে ফের একবার বক্স অফিস দৌড় শুরু করেছে বেল বটম। ফিল্ম ট্রেড অ্যানালিস্টদের ধারণা এই সপ্তাহের শেষেই এই দৌড়ে আরও এগিয়ে যাবে সিনেমাটি।
তাই রুহির বক্স অফিসকে টেক্কা দেয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা বেল বটম এর।