সেবা প্রকাশনীর বিখ্যাত গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র অন্যতম লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিমের মৃত্যু হয়েছে।
রাজধানীর মাদারটেক এলাকার নন্দীপাড়ার নিজ বাসায় শনিবার দুপুর একটার দিকে মৃত্যু হয় তার।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও অনুবাদক ইফতেখার আমিন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘গত পরশু দিনও কথা হয়েছে হাকিম ভাইয়ের সঙ্গে। আজ (শনিবার) দুপুরে যখন ফোন এসেছে, তখন হাকিম ভাই ভেবেই ফোন ধরেছি। কিন্তু তার মেয়ের কণ্ঠ শুনলাম। সে বলল যে, বাবা মারা গেছে।’
ইফতেখার আমিন আরও বলেন, ‘প্রথমে পরিবারের লোকজন নিশ্চিত হতে পারছিলেন না। পরে স্থানীয় চিকিৎসক ডেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’
তিনি জানান, ২০০৬ সালে ওপেন হার্ট সার্জারির পর থেকেই অসুস্থ শেখ আবদুল হাকিম। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার দুই মেয়ে ও এক ছেলে।
গোয়েন্দা সিরিজ ‘মাসুদ রানা’র ২৬০টির মতো বইয়ের লেখক শেখ আবদুল হাকিম। গত বছর ‘মাসুদ রানা’র ২৬০টি বইয়ের কপিরাইট নিয়ে আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।
ওই সময় কপিরাইট অফিস তার পক্ষে রায় দিলেও কাজী আনোয়ার হোসেনের আপিলের পর বিষয়টি বিচারাধীন।
‘মাসুদ রানা’ ছাড়া রোমান্টিক, অ্যাডভেঞ্চারসহ নানা ধরনের বই উপহার দিয়েছেন এ লেখক।
ষাটের দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ ‘কুয়াশা’র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম।
এর আগেই লিখে ফেলেন নিজের প্রথম উপন্যাস ‘অপরিণত প্রেম’। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন শেখ আবদুল হাকিম।
সেবার মাসিক ‘রহস্য পত্রিকা’র সহকারী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন অনেক বছর।
১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।