গেল বছর মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন জাতীয় দলের নারী ক্রিকেটাররা। এরপর করোনার কারণে লম্বা সময় ধরে নেই তাদের কোনো খেলা।
করোনার সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরুষদের ক্রিকেট ফিরলেও প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে নারী ক্রিকেটের সফর। মাঝে এমার্জিং দলের হয়ে সাউথ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে খেলেন রুমানা-জ্যোতিরা। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি।
অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
সব কিছু ঠিক থাকলে নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন জাহানারা-সালমারা।
এর আগে নারী দলের একটি সিরিজ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এখনও সেই সিরিজ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদি সিরিজটি হয় তবে সেটা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে দল।
নভেম্বরে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, পাপুয়া নিউ গিনি, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও আমেরিকা।
২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। ৫ ডিসেম্বরে হবে এই পর্বের শেষ খেলা।
নিউজিল্যান্ডে ২০২২ সালের ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
বাছাইপর্ব ছাড়া মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী দেশগুলো হল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড।