আমেরিকার সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে তালেবান। এক সপ্তাহেরও কম সময়ে ৩৪টি প্রাদেশিক রাজধানীর আটটি দখল করেছে তারা। আরও কমপক্ষে ১১টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ হারানোর পথে আফগান নিরাপত্তা বাহিনী।
তাদের ঠেকাতে আফগান সেনাবাহিনীর চালানো হামলায় মে ও জুনের সহিংসতায় রেকর্ড আড়াই হাজার আফগান বেসামরিক হতাহত হয়েছে বলে জানায় জাতিসংঘ। ২০০৯ সালের পর এক যুগে এ সংখ্যা সর্বোচ্চ।
পশ্চিমের হেরাত আর দক্ষিণের কান্দাহারসহ বিভিন্ন শহরের দখল নিতে তালেবানের অব্যাহত আগ্রাসন চলছে। নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া আফগান সেনারাও; চলছে রক্তক্ষয়ী সহিংসতা।
আফগানিস্তানের চলমান এই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে বিশ্ব নেতাদের কাছে আকুতি জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রাশিদ খান। নিজের টুইটারে তিনি টুইট করে সাহায্য চান বিশ্ব নেতাদের কাছে।
রাশিদ খান তার টুইটে বলেন, ‘প্রিয় বিশ্ব নেতৃবৃন্দ। আমার দেশে সহিংসতা চলছে, যাতে প্রতিদিন শিশু এবং নারীসহ হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছেন। ধ্বংস হচ্ছে ঘরবাড়ি ও সহায় সম্পত্তি। ঘরছাড়া হচ্ছে হাজারো পরিবার।'
আফগানিস্তানের সাধারণ মানুষ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, 'এমন সহিংসতায় আমাদের ছেড়ে যাবেন না। অনুগ্রহ করে আফগানদের হত্যা এবং আফগানিস্তানকে ধ্বংস থেকে রক্ষা করুন। আমরা শান্তি চাই।‘
একই সঙ্গে তারকা এই ক্রিকেটার ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান।