অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের চেয়ে পারফরম্যান্সের দিক দিয়ে এগিয়ে ছিলেন জুনিয়র ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন সেক্টরেই দুর্দান্ত ছিলেন দলের জুনিয়ররা।
দলের বিপর্যয়ে নিশ্চিত পরাজয়ের ম্যাচ বেরিয়ে এসেছে আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, নুরুল হোসেন সোহানের হাত ধরে। আর বল হাতে নাসুম আহমেদ, মাহেদী হাসান ছিলেন অজিদের কাছে ত্রাস।
এমন পারফরম্যান্স দেখানোর পর জুনিয়রদের নিয়ে চলছে বেশ উন্মাদনা। কিন্তু এই সিনিয়র-জুনিয়র মানতে নারাজ জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। জাতীয় দলের খেলা কোনো ক্রিকেটারই তরুণ নয় বলে অভিমত তার।
একই সঙ্গে সিনিয়র-জুনিয়র না দেখে দলের পারফরম্যান্সের দিকে নজর দিতে আহ্বান জানান সাবেক এই ক্রিকেটার। তার মতে জাতীয় দলে পারফরম্যান্সটাই আসল।
নিউজবাংলাকে জাভেদ ওমর বলেন, ‘আসলে সিনিয়র-জুনিয়র বড় কথা না। পারফরম্যান্সের ধারাবাহিকতাটাই আসল। আমাদের সময় অনেক খেলোয়াড় এসেছিলেন। অনেককে বসিয়ে রেখে নতুন খেলোয়াড় নামানো হয়েছে। পারফরম্যান্স দেখাতে না পারায় নতুন জনকে বসিয়ে আবার আগের জনকে নামানো হয়।‘
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে তরুণ বলে কোনো কথা নাই। এখানে পারফরম্যান্সটাই আসল। তরুণ আপনি বলতে পারেন অনূর্ধ্ব-১৯ এ যারা খেলে তাদের। কিন্তু জাতীয় দলে খেলার আগে ক্রিকেটারদের অনেক পর্যায়ে খেলে তারপর আসতে হয়। আমার মনে হয়না এরপর কাউকে তরুণ হিসেবে ধরা যায়।‘
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে সামনের সিরিজগুলোতে টাইগারদের আত্মবিশ্বাস বাড়বে এমনটা মন্তব্য করেন তিনি।
সাবেক এই ওপেনারের মতে, 'আমাদের বোলিংয়ের ওপর আমাদের অনেক আত্মবিশ্বাস ছিল। আমরা ম্যাচের শুরুতেই জানতাম যে আমাদের ১২০-৩০ করলেই আমরা বোলিং দিয়ে সেটিকে আটকাতে পারব। পরিকল্পনা ছিল যে আমরা টেনেটুনে ১২৫-৩০ করলেই জিততে পারি। এই আত্মবিশ্বাসটা বেড়েছে আমাদের।‘
‘এমন উইকেটে খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করা মানসিক দিক দিয়ে খুবই পজিটিভ। অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি। ঘরের মাঠে হোক আর যেভাবেই হোক। জেতাটাই আসল’, যোগ করেন বেলিম।