অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করার সিরিজে হয়েছে একগাদা দলীয় ও ব্যক্তিগত রেকর্ড। অস্ট্রেলিয়ার ৬২ রানে অলআউট হওয়া কিংবা সাকিব আল হাসানের ১০০ উইকেট ও হাজার রানের ডাবলের পাশাপাশি স্বাগতিক ও সফরকারী দুই দল মিলে জন্ম দিয়েছে নতুন এক রেকর্ডের।৫ ম্যাচে দুই দলের ব্যাটসম্যানরা মিলে করেছেন ১,১২০ রান। ৫ ম্যাচ সিরিজে এর চেয়ে কম রান স্কোর আগে কখনও হয়নি।এই বছরের শুরুতে সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই দল মিলে করেছিল ১,৫৯৪ রান। সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ৭ উইকেটে ১৩১। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৭ উইকেটে ১২১।শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার করা ৬২ রানের চেয়ে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে কম স্কোর আছে মাত্র তিনটি।২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৫ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। আর চার বছর পর একই রানে পাকিস্তানের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল উইন্ডিজ।
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংস টিকেছে ১৩.৪ ওভার; যা তাদের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট ইনিংস।
১৮৭৭ সালে টেস্ট ম্যাচ খেলা শুরু করার পর থেকে এর চেয়ে অল্প সময়ে অলআউট হয়নি অজিরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হারের ধারাবাহিকতা শুরু ২০১৯ সালে। ওই বছর ইংল্যান্ডের কাছে হারের পর তারা একে একে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর সবশেষ বাংলাদেশের বিপক্ষে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আর সিরিজ নেই অস্ট্রেলিয়ার। ফলে টানা ৫ সিরিজ হেরেই বিশ্বকাপের মঞ্চে নামতে হচ্ছে তাদের। বিশ্ব ক্রিকেটের একাধিক শিরোপা জেতা অস্ট্রেলিয়া এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি।