বাংলাদেশ থেকে নাস্তানাবুদ হওয়ার স্মৃতি নিয়ে দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া দল। ৪-১ ব্যবধানে সিরিজ হেরে টি-টোয়েন্টিতে নিজেদের টানা পঞ্চম সিরিজ হেরেছে অজিরা।এমন হারের পর কোনো ধরনের অজুহাত দেয়ার অবস্থানে ছিলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ম্যাচ শেষে জানান এর চেয়ে কঠিন কন্ডিশনে আগে খেলেননি তিনি।ওয়েড বলেন, ‘আমি অনেক দিন ধরেই ক্রিকেট খেলছি তবে এর চেয়ে চ্যালেঞ্জিং পিচে আমি কখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলিনি। এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি সেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তবে আমাদের সিনিয়র ব্যাটসম্যানদের আরও বেশি রান করা দরকার ছিল। ব্যাটাররা যদি এ ধরনের কন্ডিশনে রান করার একটা উপায় খুঁজে পান তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’শেষ ম্যাচে নিজেদের সর্বনিম্ন স্কোর ৬২ রানে অলআউট হওয়ার পাশাপাশি সিরিজের চার ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। এমন হারের পরও, ইতিবাচক কয়েকটি দিক খুঁজে পেয়েছেন ওয়েড।তিনি বলেন, ‘এখানে খেলে আমরা স্পিনটা আরও ভালো খেলতে শিখেছি। আমাদের স্পিনাররাও এই কন্ডিশনে চমৎকার বল করেছেন।’সবশেষে ওয়েড প্রশংসা করেন বাংলাদেশের। ঘরের মাঠে টাইগারদের হারানো কঠিন কাজ সেটা স্বীকার করে নিয়েছেন তিনি।অজি অধিনায়ক যোগ করেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশি স্পিনাররা দারুণ বল করেছে। এর মধ্যেও তারা আমাদের চেয়ে বেশি রান বোর্ডে জমা করেছে। তারা যেভাবে শুরুতেই বল হাতে আক্রমণ করেছে, তেমনটা আমাদেরও করার দরকার ছিল।’আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হারের ধারাবাহিকতা শুরু ২০১৯ সালে। ওই বছর ইংল্যান্ডের কাছে হারের পর তারা একে একে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে। আর সবশেষ বাংলাদেশের বিপক্ষে।বাংলাদেশের কাছে হারের পর হোটেলে ফেরেননি ওয়েড-মার্শরা। মাঠ থেকেই টিম বাসে করে চলে যান বিমানবন্দরে। সেখান থেকে বিশেষ চার্টার্ড বিমানে চেপে রাত ১টায় রওনা দেন অস্ট্রেলিয়ার উদ্দেশে।
‘এর থেকে কঠিন পিচে কখনও খেলিনি’
হারের পর কোনো ধরনের অজুহাত দেয়ার অবস্থানে ছিলেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ম্যাচ শেষে জানান এর চেয়ে কঠিন কন্ডিশনে আগে খেলেননি তিনি।
-
ট্যাগ:
- বাংলাদেশ ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>