অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাট হাতে ব্যাটসম্যানরা সফলতার মুখ না দেখলেও সিরিজে দুর্দান্ত ছিল টাইগারদের বোলারদের পারফরম্যান্স।
সিনিয়র থেকে শুরু করে জুনিয়র, সবাই জ্বলে উঠেছেন দরকারের সময়ে । প্রতি ম্যাচেই টাইগার বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে অজি ব্যাটসম্যানদের।
সে কারণেই বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
টাইগার দলপতি বলেন, ‘সিরিজ শুরুর আগে আমি বোলারদের সঙ্গে আলোচনায় বসেছি। তাদেরকে বলেছি যে জয়ের দায়িত্বটা নিতে হবে আর তাদেরকেই জেতাতে হবে। এটা দারুণ দলীয় অবদানের ফল। প্রত্যেক ম্যাচে ছেলেরা যেভাবে লড়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য।’
একই সঙ্গে নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে তাদের জন্য একটা বার্তা দিয়ে রাখেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মাহমুদুল্লাহ বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি ঘরের মাঠে আমরা খুবই ভালো দল। বাংলাদেশে যে দলই আসুক না কেন তাদের আমরা চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি আছি। ঘরের মাঠের প্রত্যেকটা সিরিজ জিততে চাই। যদিও র্যাঙ্কিং এটা দেখাবে না। আমি সবসময় বিশ্বাস করি টি-টোয়েন্টিতে ভারো দল হবার মতো সবরকম সামর্থ্য আমাদের রয়েছে।’
টানা ক্রিকেট ও কোয়ারেন্টিন থেকে আপাতত ছুটি ক্রিকেটারদের। সপ্তাহ দুয়েক ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরবেন টি-টোয়েন্টি দলের সদস্যরা।