সিরিজে ক্লিনসুইপ হলো না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ম্যাচ হেরে গেছে স্বাগতিক দল। বাংলাদেশের দেওয়া ১০৫ রানের টার্গেটে ৬ বল অক্ষত রেখে ৭ উইকেট হারিয়ে পৌঁছায় অস্ট্রেলিয়া।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। এক পর্যায়ে ৬৫ রানে অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। নিজেদের বোর্ডে রান কম থাকায় সিরিজে প্রথমবার হারের স্বাদ নিতে হয় স্বাগতিক দলকে।
এর আগে, মিরপুরে টস জিতে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় তাদের। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম শেখ। ২৩ রান আসে মাহেদী হাসানের ব্যাট থেকে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ সোমবার সন্ধ্যায় একই ভেন্যুতে।