সিরিজের তৃতীয় ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ান পেইসার মিচেল স্টার্কের হাত থেকে অভিষেকের ক্যাপ তুলে নিয়েছিলেন পেইসার নেইথান এলিস। নিজের প্রথম তিন ওভারে কার্যকরী কিছু না করতে পারলেও শেষ ওভারে এসে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন ডানহাতি এই পেইসার।
ইনিংসের শেষ তিন বলে মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসানকে ফিরিয়ে অভিষেক ম্যাচে করেছেন হ্যাটট্রিক। সেই সঙ্গে নাম লেখান টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা প্রথম বোলার হিসেবে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে হ্যাটট্রিক করা ১৬তম বোলার এলিস। ক্রিকেটের শর্টার ভার্সনে প্রথম হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লি। প্রতিপক্ষে ছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে সাবেক লঙ্কান পেইসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় পেইসার দীপক চাহারেরও।
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিপক্ষের বোলাররা সবচেয়ে বেশি হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনবার হ্যাটট্রিকের দেখা পেয়েছেন প্রতিপক্ষের বোলাররা। এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটি রয়েছে লাসিথ মালিঙ্গার দখলে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম হ্যাটট্রিকটি তুলে নিয়েছিলেন মালিঙ্গা। এরপর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছিলেন দ্বিতীয় হ্যাটট্রিকটি।