সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২১ রান করে অস্ট্রেলিয়া। জবাবে হাতে আট বল ও পাঁচ উইকেট রেখে ১২৩ রান করে বাংলাদেশ।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট ছাড়া হয় ওপেনিং জুটি। মাঝের ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। এমন অবস্থায় দারুণ দৃঢ়তা দেখান দুই তরুণ আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। ষষ্ঠ উইকেট জুটিতে তাদের ব্যাটে চড়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বুধবার হাতে আট বল ও পাঁচ উইকেট রেখেই জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য পেরিয়ে যায় মাহমুদুল্লাহ বাহিনী। একই ভেন্যুতে আগের দিন সফরকারীদের ২৩ রানে হারিয়েছিল তারা।
টানা দুই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এখন এগিয়ে ২-০ ব্যবধানে।