বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‍্যাঙ্কিংয়ে উন্নতি সাকিব-নাঈমের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ আগস্ট, ২০২১ ১৫:৪৭

ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ের ২৫ নম্বরে অবস্থান করছেন নাঈম। সাকিব উঠে এসেছেন বোলার র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে। তার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন শ্রীলঙ্কার দুস্মন্ত চামিরা। দুইজনেরই বর্তমান পয়েন্ট ৫৫৫।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ রানের ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। জয় ছাড়াও আরও দুটি সুখবর রয়েছে স্বাগতিকদের জন্য। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার মোহাম্মদ নাঈম শেখের।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৯ বলে ৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন নাঈম। যার ফলশ্রুতিতে ৭ ধাপ এগিয়ে বর্তমানে ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ের ২৫ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার।

নাঈমের সঙ্গে র‍্যাঙ্কিংয়ে উঠে এসছেন সাকিব আল হাসানও। ২৪ রানের খরচায় এক উইকেট নেবার মধ্য দিয়ে সাকিব উঠে এসেছেন বোলার র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে। তার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন শ্রীলঙ্কার দুস্মন্ত চামিরা। দুইজনেরই বর্তমান পয়েন্ট ৫৫৫।

ব্যাটিং র‍্যাঙ্কিয়েও উন্নতি হয়েছে বিশ্ব অলরাউন্ডারের। ৩৩ বলে ৩৬ রান করে ছয় ধাপ এগিয়ে ৪৫৫ পয়েন্ট নিয়ে ৫৬ নম্বরে অবস্থান করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সেই সঙ্গে তিনি ধরে রেখেছেন অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থান।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল মার্শেরও। ১৩ ধাপ এগিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন মোহাম্মদ নাঈমের সঙ্গে ২৫ নম্বরে।

নতুন র‍্যাঙ্কিংয়ে অবস্থানের উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরানের। ১৫ ধাপ এগিয়ে বর্তমানে ৪৮ নম্বরে অবস্থান করছেন তিনি।

এ বিভাগের আরো খবর