অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানের দুর্দান্ত এক জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া এই জয়ে ভূয়সী প্রশংসায় ভাসছে স্বাগতিক দল।
টাইগারদের এই জয়ে সতীর্থদের মতো উচ্ছ্বাসে ভাসছেন সিরিজে না থাকা মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। নিজেদের টুইটারে ও ফেসবুকে মাহমুদউল্লাহ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তারা।
অস্ট্রেলিয়ার বেধে দেয়া কোয়ারেন্টিন বিধিনিষেধের কারণে সুস্থ হয়েও মাঠের বাইরে থেকে প্রিয় দলের ইতিহাস গড়া জয় দেখেছেন মুশফিক। জয়ের পর প্রিয় সতীর্থদের শুভেচ্ছা জানান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
নিজের ব্যক্তিগত টুইটারে এক টুইট বার্তায় মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দুর্দান্ত জয় ছেলেরা। এখন আমাদের নজর দিতে হবে সিরিজ জয়ে ইনশাআল্লাহ।’
ইনজুরির কারণে সিরিজ খেলছেন না বাংলাদেশের আরেক স্তম্ভ তামিম ইকবালও। টিভিতে খেলা দেখে উচ্ছ্বাসে ভেসেছেন তিনিও।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অভিনন্দনসূচক একটি ছবি পোস্ট করে তামিম লিখেছেন, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ ২০২১। অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ১-০ তে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।’
টাইগারদের জয়ে অভিন্দন এসেছে রাজনৈতিক মহল থেকেও।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করছেন, বাংলাদেশ ক্রিকেটের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টাইগারদের অভিনন্দন জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১৪ দলের সমন্বয়ক আমীর হোসন আমু, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।