অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানের জয় তুলে নিয়ে দুর্দান্ত এক সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের জয়ে রচিত হয়েছে ইতিহাস।
টসে জিতে ব্যাট করতে নেমে সাত উইকেটের খরচায় ১৩১ রান তোলে স্বাগতিক দল। অস্ট্রেলিয়ার বোলিং তোপের সামনে খাবি খাচ্ছিলেন টাইগার ব্যাটসম্যানরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩২ রানের লক্ষ্য ডিফেন্ড করতে নেমে ম্যাচের প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের বোলাররা। আর এই ধারা ধরে রাখা সম্ভব হয়েছে বলেই এসেছে কাঙ্ক্ষিত জয়।
এমনটাই মনে করছেন বাংলাদেশের দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে এমনটাই জানান তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দলগতভাবে আলোচনা করেছি যে আমাদের বোর্ডে ১০ রান কম ছিল। তাই ভালো ফিল্ডিং করা দরকার ছিল। এটা দারুণ ব্যাপার যে মাঠে সবার মাঝে জয়ের ক্ষুধা ছিল। বোলাররা দারুণভাবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে। প্রথম বল থেকেই যে আক্রমণাত্বক মনোভাবের দরকার ছিল সেটা আমরা দেখাতে পেরেছি।’
ইতিহাস গড়া জয়ের পরও আত্মবিশ্বাসে ভাসছেন না রিয়াদ। এই ম্যাচের ভুলভ্রান্তি শুধরে পরের ম্যাচগুলোতেও প্রথম বল থেকে প্রতিপক্ষকে চেপে ধরতে চান তিনি।
এই প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘এই জয়ের পরও আমরা মাটিতে পা রাখছি। এই ম্যাচে জয় পেয়েছি। এটা শেষ। এখন সময় পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হওয়া। আর প্রথম বল থেকেই আমরা প্রাধান্য বিস্তারের চেষ্টা করব। আমাদের মাটিতেই পা রাখতে হবে।‘
সিরিজের দ্বিতীয় ম্যাচে কাঁটাছেড়া করার খুব বেশি সময় পাচ্ছে না দুই দল। বুধবার দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হচ্ছে মিরপুরে।