বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে বড় রকমের ধাক্কা খেল ভারত। অনুশীলনের সময় মোহাম্মদ সিরাজের বাউন্সারে ইনজুরিতে পড়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
সিরিজ শুরুর প্রায় মাস দেড়েক আগে নিয়মিত ওপেনার শুভমান গিলের ইনজুরিতে কপাল খুলে গিয়েছিল মায়াঙ্কের। সেই কপালের দোষে সুযোগ ভেস্তে গেল মোহাম্মদ সিরাজের বাউন্সারে। মাথায় আঘাত পাওয়ায় প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন এই ওপেনার।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অনুশীলনের সময় মোহাম্মদ সিরাজের বাউন্সার এসে আঘাত হানে আগারওয়ালের মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে পরে যান ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। বর্তমানে তিনি বিসিসিআইয়ের মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।
আগারওয়ালের এই ইনজুরিতে অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা জুটি হিসেবে পেতে পারেন লোকেশ রাহুলকে। একই সঙ্গে মাঠে নামার সম্ভাবনা আছে অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরনের।
বুধবার বিকেল ৪টায় শুরু হবে ইংল্যান্ড-ভারতের দলের ব্যাটে বলের লড়াই।