ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচকের দায়িত্ব নিচ্ছেন সাবেক অধিনায়ক জর্জ বেইলি। রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
৩৮ বছর বয়স্ক বেইলি সাবেক প্রধান নির্বাচক ট্রেভর হনসের জায়গা নিচ্ছেন। জুলাইয়ে হনসের সঙ্গে সিএর দ্বিতীয় দফার চুক্তি শেষ হয়েছে। ৩১ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন হনস।
অজি নির্বাচক প্যানেলে প্রথমবারের মতো হনস প্রধান নির্বাচকের দায়িত্ব পান ১৯৯১ সালে। ২০০৫ সালে শেষ হয় তার প্রথম দফার নির্বাচকের অধ্যায়। সে সময় দুটি বিশ্বকাপ ও টানা ১৬ টেস্ট ম্যাচ জয়ের কৃতিত্ব দেখায় অস্ট্রেলিয়া।
নির্বাচক হিসেবে সফল হওয়ায় ২০১৬ সালে সাবেক এই লেগ স্পিনারের কাঁধে তুলে দেয়া হয় প্রধান নির্বাচকের গুরুভার। সেই দায়িত্ব অবশেষে শেষ হলো। চুক্তি নবায়ন করতে আগ্রহ দেখাননি হনস।
হনস পদ থেকে ইস্তফা দেয়ায় এবারে প্রধান নির্বাচকের দায়িত্ব এসে পড়ল বেইলির ওপর। নতুন দায়িত্ব নেয়ার আগে হনসকে ধন্যবাদ দেন বেইলি।
সিএর ওয়াবসাইটকে বলেন, ‘খেলোয়াড় থেকে নির্বাচক হওয়ার পথে তিনি আমাকে পরিণত হতে সাহায্য করেছেন। আমি নতুন এই যাত্রার জন্য মুখিয়ে আছি। ও ট্রেভরের কাছ থেকে শেখা অনেক কিছুই নিজের নতুন দায়িত্ব প্রয়োগ করে সফল হতে প্রস্তুত আছি।’
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নির্বাচক প্যানেলে যুক্ত হওয়া বেইলির জন্য অপেক্ষা করছে এক অগ্নিপরীক্ষা। কেননা তার ওপর নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যাশেজ সিরিজের দল নিয়েও মাথা ঘামাতে হবে অস্ট্রেলিয়ার হয়ে ১২৫ আন্তর্জাতিক ম্যাচ খেলা বেইলিকে।