বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা আক্রান্ত চাহাল ও গৌতম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জুলাই, ২০২১ ১৫:২৬

দলের দুই ক্রিকেটার ইউজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের করোনাভাইরাস সংক্রমন ধরা পড়েছেন। ২৯ জুলাই করা পরীক্ষার ফলে পরদিন অর্থাৎ ৩০ জুলাই সকালে তাদের পজিটিভ আসে।

শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ শেষ করা ভারতীয় ক্যাম্পে আবারও হানা দিয়েছে করোনাভাইরাস। এবারে দলের দুই ক্রিকেটার ইউজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের করোনাভাইরাস সংক্রমন ধরা পড়েছেন।

২৯ জুলাই করা পরীক্ষার ফলে পরদিন অর্থাৎ ৩০ জুলাই সকালে তাদের পজিটিভ আসে। এর আগে ২৭ জুলাই ভারতের আরেক ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়াও করোনাভাইরাস আক্রান্ত হন। তিনি আইসোলেশনে আছেন।

লেগস্পিনার চাহাল ও স্পিন-বোলিং অলরাউন্ডার গৌতমকে আইসোলেশনে রেখে বাকি সদস্যরা দেশে ফিরে যাচ্ছেন। উইকেটকিপার ব্যাটসম্যান পৃথভি শ ও ব্যাটসম্যান সুরিয়াকুমার ইয়াদভ ইংল্যান্ডে যাচ্ছেন টেস্ট সিরিজে অংশ নিতে।

বৃহস্পতিবার যে পরীক্ষা করানো হয়েছিল সেটাতে নেগেটিভ এসেছিল চাহাল ও গৌতমের।

ক্রুনাল, চাহাল ও গৌতম তিনজনকে টিম হোটেলের বাইরে আলাদা একটি আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। সেখানে নির্দিষ্ট সময় কাটানোর পর করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ আসলে দেশে ফিরতে পারবেন ক্রিকেটাররা।

এবারের শ্রীলঙ্কা সফরে ভারত সেরা তারকাদের আনেনি। কোহলি-রোহিতদের ইংল্যান্ড সিরিজের জন্য আগে ভাগে সেখানে পাঠানো হয়। ধাওয়ানের নেতৃত্বে তরুণ দল পাঠানো হয় শ্রীলঙ্কায়।

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলেও, টি-টোয়েন্টিতে ঠিকই হার মানতে হয় সফরকারী দলের।

অন্যদিকে, শ্রীলঙ্কা দলেও অনুপস্থিত ছিলেন নিয়মিত ও সিনিয়র খেলোয়াড়রা। বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা না মেটায় অনেকেই খেলেননি।

এ বিভাগের আরো খবর