বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতকে হারিয়ে সিরিজে স্বস্তির সমতা শ্রীলঙ্কার

  •    
  • ২৯ জুলাই, ২০২১ ০১:৩৯

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।ভারতের দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে ২ বল ও ৪ উইকেট অক্ষত রেখে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরে কম সমালোচনা হয়নি শ্রীলঙ্কার। তীব্র নিন্দার মধ্যে লঙ্কানরা টি-টোয়েন্টি সিরিজও শুরু করে হার দিয়ে। অবশেষে স্বস্তি ফিরেছে লঙ্কান শিবিরে।

ভারতের ক্রুনাল পান্ডিয়ার করোনাভাইরাস ধরা পড়ায় নির্ধারিত সূচির এক দিন পর অনুষ্ঠিত হলো ম্যাচ।

পিছিয়ে যাওয়া দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে নিল শ্রীলঙ্কা। কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারীদের ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।ভারতের দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে ২ বল ও ৪ উইকেট অক্ষত রেখে পৌঁছে যায় স্বাগতিক দল।

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ক্রিজে নেমে ৫ উইকেটে ১৩২ রান তোলে ধাওয়ান-স্যামসনরা।ওপেনিংয়ে নেমে রুতুরাজ গায়কোয়াড ২১ রান করে দাসুন শানাকার বলে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক শিখর ধাওয়ান ফেরেন ৪০ রান করে।দেভদূত পাডিকাল ২৯ রানে বিদায় নেওয়ার পর বড় কোনো স্কোর আসেনি অন্য ব্যাটারদের কাছ থেকে।

শেষে বোলার ভুবেনেশ্বর ১৩ রানে ভারতের সংগ্রহ ১৩০ ছাড়ায়। লঙ্কানদের জন্য টার্গেট দাঁড়ায় ১৩৩।

লক্ষ্যে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। ১১ রানে ফেরেন আভিস্কা ফার্নান্দো। উইকিপার মিনোদ ভানুকা ৩৬ করে ফেরেন।ছোট টার্গেটে নেমে দলীয় সংগ্রহ ১০৫ রানের মধ্যে আরও ২ উইকেট হারায় স্বাগতিক দল।

লঙ্কানরা অবশ্য জয় ছিনিয়ে আনতে ভুল করেনি। অধিনায়ক দাসুন শানাকা ৩ রানে বিদায় নেওয়ার পর ক্রিজে টিকে থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ধনঞ্জয়া ডি সিলভা। ৩৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার।

দুই বল বাকী থাকতে জয় নিশ্চিত করে সিরিজে সমতা আনে লঙ্কানরা।

জয়ের আত্মবিশ্বাস নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচটি খেলতে নামবে লঙ্কানরা বৃহস্পতিবার। ভারতও চাইবে চমকে দিয়ে দুই সিরিজ জিতে নিতে।

এ বিভাগের আরো খবর