ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের শেষ ওয়ানডে ৪ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে উইন্ডিজের করা ১৫২ রানের টার্গেট ১৯.৩ ওভার ও ৬ উইকেট অক্ষত রেখেই পেরিয়ে যায় সফরকারী দল।
ব্রিজটাউনে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক দল। ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি উইন্ডিজ। একের পর এক উইকেট হারিয়ে বড় স্কোরের আশা শেষ হয়ে যায় তাদের।
৭৫ রানে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। ১৪ রান করে আউট হন শেই হোপ। শিমরন হেটমায়ার করেন ৬।
অভিজ্ঞ ড্যারেন ব্রাভো বিদায় নেন ১৮ রান করে। নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে মাত্র ৩। অধিনায়ক কাইরন পোলার্ডকে ১১ রানে আউট করেন মিচেল স্টার্ক।
একমাত্র এভন লুইস কিছুটা প্রতিরোধ গড়ে অজি বোলারদের সামনে। ওপেনিংয়ে নেমে ৫৫ রান করে অপরাজিত থাকেন তিনি।
তার ব্যাটেই সংগ্রহ দেড় শ ছাড়ায় উইন্ডিজের। ৪৫.১ ওভারে ১৫২ রানে অলআউট হয় স্বাগতিক দল।
অস্ট্রেলিয়ার হয়ে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে স্টার্ক ছিলেন সবচেয়ে সফল। ২টি করে উইকেট পান জশ হেইজলউড, অ্যাডাম জ্যাম্পা ও অ্যাস্টন এইগার।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মইজেস এনরিকেস ও জশ ফিলিপের উইকেট হারায় সফরকারী দল। এরপর আর ম্যাচ জিততে তেমন অসুবিধা হয়নি তাদের।
ম্যাথিউ ওয়েডের হাফ সেঞ্চুরির সঙ্গে অ্যালেক্স ক্যারি ও মিচেল মার্শের ক্যামিওতে সহজ জয় পায় অস্ট্রেলিয়া।
ওয়েড ৫১ রানে অপরাজিত থাকেন, মার্শ করেন ২৯ আর ক্যারির ব্যাট থেকে আসে ৩৫। ১১৭ বল আগে জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয় অজিরা।
ম্যাচ সেরা হয়েছেন এইগার আর সিরিজ সেরা হয়েছেন মিচেল স্টার্ক। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি চার্টার্ড বিমানে করে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার বিকেলে তাদের ঢাকায় পৌঁছানোর কথা। ৩ আগস্ট দুই দলের ৫ ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে।