হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।১৬৭ রানের লক্ষ্যে নেমে ১১ ওভারেই টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চাপে সফরকারীরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভার ২ বলে বাংলাদেশের রান ৮১ মাত্র। অবিশ্বাস্য কিছু না হলে এই ম্যাচে টাইগারদের জন্য ভালো কিছু অপেক্ষা করে নেই।
আগের ম্যাচে দুই ফিফটিতে বাংলাদেশকে জয় উপহার দেয়া নাইম ও সৌম্য সাজঘরে ফেরেন দ্রুত। এরপরে দ্রুত ফেরেন অভিজ্ঞ সাকিব আল হাসান ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
মুজারাবানির বলে ধরা দিয়ে ৫ রানে সাজঘরে ফেরেন নাইম। একই ওভারে ৮ রান করে ফেরেন সৌম্য।১০ বলে ১২ রানে স্পিনার মাসাকাদজার বলে আউট হন সাকিব। আর একইভাবে ৪ রান করে ক্যাচ তুলে ফেরেন রিয়াদও।
পরে ছয় মারতে গিয়ে মুসাকান্দার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান। ফেরার আগে ১৯ বলে ১৫ করেন মেহেদী।
নুরুল হাসান সোহান আউট হন ৯ রান করে।
এখন ক্রিজে আছেন আফিফ ও শামীম।
ওয়ানডে সিরিজ ০-৩ ম্যাচে হেরে প্রথম টি টোয়েন্টিতেও বড় ব্যবধানে হারে জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ম্যাচের শুরু থেকেই তাদেরকে দেখা গেছে আত্মবিশ্বাসী।
ওয়েসলি মাদেভেরের ৫৭ বলে ৭৩ রানের দারুণ ইনিংসে স্বাগতিকরা বেশ চ্যালেঞ্জিং স্কোর গড়ে টাইগারদের সামনে।