বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেইলএন্ডের দৃঢ়তায় সিরিজ ভারতের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ জুলাই, ২০২১ ০০:৫৫

কলম্বোর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় সফরকারী দল। স্বাগতিকদের করা নয় উইকেটে ২৭৫ রানকে ৫ বল ও তিন উইকেট অক্ষত রেখেই টপকে যায় ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়ে এক ম্যাচ আগেই ২-০ ব্যবধানে সিরিজ পকেটে পুরেছে ভারত। কলম্বোর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দলকে ৩ উইকেটে হারায় সফরকারী দল।

শ্রীলঙ্কার করা নয় উইকেটে ২৭৫ রানকে ৫ বল ও ৩ উইকেট অক্ষত রেখেই টপকে যায় ভারত।

রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে বিপাকে পড়ে ভারত। ৬৫ রানের তারা হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান পৃথভি শ, শিখর ধাওয়ান ও ইশান কিশানকে।

সেই অবস্থা থেকে দলকে সামাল দেন মানিশ পান্ডে ও সুরিয়াকুমার ইয়াদভ। ১৮তম ওভারে জোড়া আঘাত হানে লঙ্কা।

একই ওভারে আউট হন ৩৭ রান করা পান্ডে ও শূন্য রানে আউট হন হার্ডিক পান্ডিয়া।

সুরিয়াকুমার তার লড়াই চালিয়ে যান ক্রুনাল পান্ডিয়াকে সঙ্গে নিয়ে। ৪৪ বলে ৫৩ রান করে ২৭ তম ওভারে আউট হন সুরিয়াকুমার।

ক্রুনাল আউট হন ৩৬তম ওভারের প্রথম বলে। তার ব্যাট থেকে আসে ৩৫ রান।

বাকি ১৪.৫ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৪ রান। উইকেট অক্ষত ছিল ৩টি।

দিপক চাহার ও ভুবনেশ্বরে কুমারের অসাধারণ এক জুটিতে। ওই ৩ উইকেটেই ম্যাচ জিতে নেয় সফরকারী দল।

চাহার ৮২ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচ সেরা হন। ভুবনেশ্বরের ব্যাট থেকে আসে ১৯*।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্ডো ও মিনোদ ভানুকা দারুণ শুরু এনে দেয়ায় বড় স্কোরের ভিত্তি পায় স্বাগতিক দল।

ভানুকা ৩৬ আর আভিস্কা ৫০ রান করে আউট হন। চারিথ আসালাঙ্কার ৬৫ আর চামিকা করুনারত্নের ৩৩ বলে অপরাজিত ৪৪ রানে আড়াই শ ছাড়াই স্বাগতিকদের ইনিংস।

স্লো পিচে লঙ্কান স্পিনারদের সামনে ফাইটিং স্কোর ছিল তাদের ২৭৫। কিন্তু শেষ পর্যন্ত চাহারের সাহসী ইনিংস ম্যাচ কেড়ে নেয় তাদের মুখ থেকে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুক্রবার একই ভেন্যুতে।

এ বিভাগের আরো খবর