ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার জায়গায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অ্যালেক্স ক্যারি।অজিদের ২৬তম ওয়ানডে অধিনায়ক হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। দলের নিয়মিত সহ-অধিনায়ক ছিলেন প্যাট কামিনস। এবারের সফরে এই ফাস্ট বোলার না থাকায় দায়িত্ব পাচ্ছেন ক্যারি।উইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে হাঁটুতে চোট পান ফিঞ্চ, যার কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন ফিঞ্চ। দলের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ২৯ বছরের এই ক্রিকেটার।ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি বলেন, ‘ফিঞ্চের অনুপস্থিতিতে দলের দায়িত্ব আমাকে দেওয়ায় খুবই সম্মানিত বোধ করছি।অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়াটা আমাদের খেলাধুলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর একটি। আমি কৃতজ্ঞ এই দায়িত্ব পেয়ে।ফিঞ্চই আমাদের অধিনায়ক। তাই সে যখন ফিরবে আমরা তাকে সাদর আমন্ত্রণ জানাব। আশা করি ততদিন আমি আমার কাজটা তার মতোই দারুণ করে করতে পারব।’ওয়েস্ট ইন্ডিজে পা রাখার পর থেকে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নাস্তানাবুদ হয়েছে সফরকারী দল। সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে।অজিরা ভুগেছে ব্যাটিং ব্যর্থতায়। তবে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে প্রস্তুত দল এমনটাই বিশ্বাস নতুন অধিনায়কের।‘উইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে ছেলেদের নিয়ে লড়াই করা একটা বড় চ্যালেঞ্জ। যত দিন দায়িত্বে আছি সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি,’ যোগ করেন ক্যারি।দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ রাত সাড়ে ১২টায়। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বেডোসের ব্রিজটাউনে।
অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক ক্যারি
অজিদের ২৬তম ওয়ানডে অধিনায়ক হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। দলের নিয়মিত সহ-অধিনায়ক ছিলেন প্যাট কামিনস। এবারের সফরে তিনি না থাকায় দায়িত্ব পাচ্ছেন ক্যারি।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়া ক্রিকেট
এ বিভাগের আরো খবর/p>