ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর থেকে হাসছিল না সাকিব আল হাসানের ব্যাট। মাঝে শ্রীলঙ্কা সিরিজ, আইপিএল, ডিপিএলে বল হাতে সফল থাকলেও ব্যাটে খরা চলছিল বিশ্বসেরা অলরাউন্ডারের।
তার ব্যাটিং ফর্ম নিয়ে চলছিল সমালোচনা। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে পারফর্ম করে দলকে জেতালেন সাকিব।তার অপরাজিত ৯৬ রানের ইনিংসে নিশ্চিত হয়েছে বাংলাদেশের জয় ও তার ফর্মে ফেরা।
বল হাতেও দুই উইকেট পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এমন ম্যাচজয়ী পারফরম্যান্সের সাকিবকে অভিনন্দন জানিয়েছেন তার সবচেয়ে কাছের বন্ধুদের একজন মুশফিকুর রহিম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লেখেন সাকিবের বিরুদ্ধে কীভাবে মানুষ কথা বলে, সেটা তার বোধগম্য নয়। সাকিব সারা জীবন বাংলাদেশের জন্য সেরা হয়েই থাকবেন।
দলকে অভিনন্দন জানিয়ে মুশফিক লেখেন, ‘আলহামদুলিল্লাহ আর সিরিজ জেতায় ছেলেদের অভিনন্দন। ফর্ম যাবে-আসবে কিন্তু ক্লাস চিরস্থায়ী! আমি বুঝি না কয়েকবার খারাপ করার পরই সাকিব আল হাসানের বিপক্ষে কথা বলার সাহস মানুষের কী করে হয়? সে কিংবদন্তি ও বাংলাদেশের জন্য সারা জীবন কিংবদন্তিই থাকবে। ওয়েলডান সাকিব, মাই বয়!’
মা-বাবার অসুস্থতার জন্য টেস্ট ম্যাচ খেলে দেশে ফিরে এসেছেন মুশফিক। এসে সতীর্থদের সিরিজ জয় উপভোগ করেছেন টিভি সেটের সামনে বসে।
সেখান থেকে দলকে ও প্রিয় বন্ধুকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। শিগগিরই তিনি ব্যস্ত হয়ে পড়বেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতিতে।
সিরিজের আগে দুই দলের বায়ো বাবল শুরু হচ্ছে ২৯ জুলাই। জিম্বাবুয়ে সিরিজ শেষে দল দেশে ফিরে প্রবেশ করবে বায়ো বাবলে। তখন দলের সঙ্গে বাবলে যোগ দেবেন মুশফিকুর রহিম