বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশকে জিতিয়ে অনন্য মাইলফলক স্পর্শ সাকিবের

  •    
  • ১৯ জুলাই, ২০২১ ০০:১৭

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান সাকিব। সব মিলে তার রানসংখ্যা ১২ হাজার ৭০ রান।

ব্যাটে-বলে অলরাউন্ডার পারফর্ম করে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। এমন জয়ের দিনে একটা অনন্য মাইলফলক ছুঁয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটে ১২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান সাকিব।

সব মিলে তার রানসংখ্যা ১২ হাজার ৭০ রান।

২৪১ রানের টার্গেটে তিনে যখন ব্যাটিংয়ে নামলেন তখন ৩৯ রানে সতীর্থ তামিম ক্রিজ ছাড়েন। একাই এক প্রান্ত আগলে রেখে সাকিব ম্যাচে জয়ের আশা জিইয়ে রাখেন। অপর প্রান্ত কেবলই ছিল আসা-যাওয়া।

এমন বিপরীত পরস্থিতিতে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি পূর্ণ করেন তারকা এই অলরাউন্ডার। চার রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি পূরণ করার অধরা স্বপ্ন নিয়ে মাঠ ছাড়েন সাকিব।

জয় শেষে সাকিব বলেন, ‘আজ সেই দিন ছিল যখন আমাকে পারফর্ম করার দায়িত্ব নিতে হয়েছে। সাইফুদ্দিন অনেক দায়িত্ব নিয়ে খেলেছে। উইকেট ধীর গতির ছিল। বোলাররা যদি সরাসরি উইকেট বরাবর বল করে তাহলে সুযোগ নেওয়া উচিত।’

ম্যাচে নিজের সঙ্গে মানসিক খেলায় জয়ী ছিলেন বলে এমন ইনিংস খেলতে পেরেছেন মন্তব্য করেন সাকিব, ‘এই লেভেলে মানসিক বিষয়টা শারীরিক প্রস্তুতির থেকে গুরুত্বপূর্ণ। আমি ইনিংসের আগে অনেক চিন্তা করছিলাম। পরে চিন্তা করলাম আমাকে ফোকাস থাকতে হবে। যদি নিজের সঙ্গে মানসিকভাবে জিতে যাই তাহলে রান করতে পারব।’

রানের মাইলফলক পেরিয়ে যাওয়ার পর এখন তিন ফরম্যাটে ৬০০ উইকেট নেয়ার মাইলফলকের সামনে সাকিব। সব মিলিয়ে তার উইকেটসংখ্যা ৫৮২।

এ বিভাগের আরো খবর