করোনাভাইরাস মহামারি ও মাঠের বাইরের নানা ইস্যুর পর এই সিরিজটা খেলার আগ্রহ দুই দলের যে খুব একটা ছিল তেমনটা বলা যাবে না। তারপরও আইসিসির সুপার লিগের ম্যাচ বলে কথা। গুরুত্বপূর্ণ পয়েন্টের মারপ্যাঁচ আছে। তাই অনেকটা জোর করে যেন মাঠে ভারত ও শ্রীলঙ্কা।দুই দলই সিরিজের আগে যে দল ঘোষণা করে তাতে ছিলেন না একাধিক সিনিয়র ও নিয়মিত ক্রিকেটার। বোর্ডের সঙ্গে পারিশ্রমিক ও চুক্তির দ্বন্দ্বে স্বাগতিক লঙ্কা দলে নেই দিমুথ করুনারত্নে, লাহিরু থিরমান্নে , অ্যাঞ্জেলো ম্যাথিউসের মতো অভিজ্ঞরা।অন্যদিকে ভারত বিশ্রাম দিয়েছে ভিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহদের। ফলে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে দেখা গেল কিছুটা অপরিচিত দুই দল।টস জিতে নিজ মাঠে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার নতুন অধিনায়ক দাসুন শানাকা। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ভালো শুরু এনে দেন আভিস্কা ফার্নান্ডো ও মিনোদ ভানুকা।তাদের ৪৯ রানের জুটি ভাঙ্গে দশম ওভারে। ইউজভেন্দ্র চাহালের বলে ৩৩ রান করে ফেরেন ফার্নান্ডো।লঙ্কার নতুন লাইনআপ একেবারে খারাপ খেলেনি। শুরু পেয়েছেন টপ ও মিডল অর্ডারের সবাই। কিন্তু ইনিংস বড় করতে পারেননি।ভানুকা রাজাপাকশা ২৪ ও ভানুকা ২৭ রান করে আউট হন। অধিনায়ক শানাকা করেন ৩৯ আর চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৩৮ রান।শেষ দিকে চামিকা করুনারত্নের ব্যাটে আড়াই শর সংগ্রহ ছাড়ায় শ্রীলঙ্কা। ৩৫ বলে দুই ছক্কায় ৪৩ রান করে অপরাজিত থাকেন করুনারত্নে। স্কোরবোর্ডে লড়াই করার জন্য ৯ উইকেটে ২৬২ রানের পুঁজি পায় লঙ্কানরা।ভারতের হয়ে চাহাল, কুলদিপ ইয়াদভ ও দিপক চাহার দুটি করে উইকেট নেন।মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মকভাবে শুরু করেন ভারপ্রাপ্ত অধিনায়ক শিখর ধাওয়ান আর পৃথভি শ। ৪.৫ ওভারে দলীয় ৫০ আসে ভারতের।২৪ বলে ৪৩ করে ষষ্ঠ ওভারে আউট হন শ। অন্যপ্রান্তে চালিয়ে যেতে থাকেন ধাওয়ান। কখনও ইশান কিশান, কখনও মনিশ পান্ডে বা একেবারে শেষে সুরিয়াকুমার ইয়াদভের সঙ্গে জুটি বেঁধে দলকে রাখেন সহজ জয়ের পথে।ক্যারিয়ারের ৩২ তম ফিফটি তুলে নিয়ে ৯৫ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। তার ব্যাটে পুরো ইনিংসে কখনই ম্যাচ ভারতের নাগালের বাইরে যায়নি।তাকে সঙ্গে দেয়া কিশান করেন ৫৯। পান্ডের ব্যাট থেকে আসে ২৬। সুরিয়াকুমার অপরাজিত থাকেন ২০ বলে ৩১ রান করে।৮০ বল ও ৭ উইকেট অক্ষত রেখে সহজ জয় তুলে নেয় ভারত। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। শ্রীলঙ্কার মাটিতে এটি ভারতের টানা নবম ওয়ানডে ম্যাচ জয়। ঝড়ো ব্যাটিং করে ম্যাচসেরা হন শ। দুই দলের দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে মঙ্গলবার।
নতুন শ্রীলঙ্কা পাত্তা পেল না ভারতের ‘দ্বিতীয় দলের’ কাছে
শ্রীলঙ্কার করা ৯ উইকেটে ২৬২ রানের লক্ষ্য ৮০ বল ও ৭ উইকেট অক্ষত রেখে টপকে যায় ভারত। অপরাজিত ৮৬ রান করেন ধাওয়ান।
-
ট্যাগ:
- ভারত
এ বিভাগের আরো খবর/p>