জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন মুশফিকুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।জিম্বাবুয়ে যাওয়ার আগে বোর্ডের কাছে সিরিজ থেকে বিশ্রাম ও পারিবারিক কারণে ছুটি চেয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার চাওয়া ছিল ওয়ানডে বা টি-টোয়েন্টি যেকোনো একটা সিরিজ থেকে যেন অব্যাহতি দেওয়া হয়।তবে মঙ্গলবার বিকেলে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান মুশফিক তার সিদ্ধান্ত বদল করেছেন এবং দলের সঙ্গে পুরো সিরিজেই থাকছেন।ভারতীয় সাইট ক্রিকবাজকে মিনহাজুল জানান, ‘সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং এখন দলের সঙ্গে পুরোটা সময় থাকবেন আর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবেন।‘জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললে তাকে বায়ো বাবল থেকে বের হতে হতো। পরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য আবার বায়ো বাবলে ঢোকা তার জন্য কঠিন হয়ে যেত।’সামনের মাসের অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশের। সিরিজের আগে দুই দলই ২৯ জুলাই বায়ো বাবলে প্রবেশ করবে।এর আগে, জিম্বাবুয়েকে সিরিজের একমাত্র টেস্টে ২২০ রানে জয়লাভ করে বাংলাদেশ।দুই দলের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। তার আগে ১৪ জুলাই এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিনটি ম্যাচ।সবগুলো ম্যাচই হবে হারারেতে।একই ভেন্যুতে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ২৩ জুলাই। ২৫ ও ২৭ জুলাই হবে পরের ম্যাচ দুটি।ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, শামিম পাটোয়ারি, নুরুল হাসান, নাসুম আহমেদ, মাহেদি হাসান, আমিনুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।