জিম্বাবুয়ের মাটিতে হারারে টেস্টে মাত্র পাঁচ রানের জন্য বিশ্বরেকর্ড ভাঙা হলো না মাহমুদুল্লাহ রিয়াদ-তাসকিন আহমেদ জুটির।
১৯১ রানের জুটি গড়ে থামতে হয়েছে রিয়াদ-তাসকিনকে।
টেস্ট ক্রিকেটে নবম উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটি ২৩ বছর আগে গড়েন সাউথ আফ্রিকার দুই ক্রিকেটার মার্ক বাউচার ও প্যাট সিমকক্স।
১৯৯৮ সালে এই জুটি পাকিস্তানের বিপক্ষে তুলেছিল ১৯৫ রান। প্রায় দুই যুগ আগের এই রেকর্ডটি ছুতে ছুতে ছোঁয়া হলো না বাংলাদেশের দুই ক্রিকেটারেরদলীয় স্কোর যখন ৪৬১, মিল্টন শুম্বার স্পিনে বোল্ড হয়ে ৭৫ রানে সাজঘরে ফেরেন তাসকিন। ১৯১ রানের অনবদ্য জুটি ভাঙে এতে।মাত্র পাঁচ রানের জন্য ভাঙা হয়নি বাউচার-সিমকক্সের রেকর্ড। নবম উইকেটে বাংলাদেশের রেকর্ড ছাড়িয়ে গেছে এই জুটি।
নয় বছর আগে এই রিয়াদ ও বোলার আবুল হাসান মিলে নবম উইকেটে ১৮৪ রানের জুটি গড়েন।
তাসকিন আউট হলেও, রিয়াদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫০ রানে।