বুধবার থেকে হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। আগের দিন দুঃসংবাদ পেলো স্বাগতিক দল।আফ্রিকান দলটির অধিনায়কসহ দুই অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না স্বাগতিকরা।
করোনাভাইরাস আক্রান্ত পরিবারের সদস্যদের সংস্পর্শে আসায় আইসোলেশনে রাখা হয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস ও ব্যাটসম্যান ক্রেইগ আরভাইনকে।
হারারেতে দলের সঙ্গে যোগ দেননি এই দুই ক্রিকেটার। হোটেলে আইসোলেশনে আছেন তারা। উইলিয়ামসের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের হয়ে একমাত্র টেস্টে অধিনায়কত্ব পেয়েছেন ব্রেন্ডন টেলর।
জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন মাজোঙ্গা বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ‘উইলিয়ামসন ও আরভাইন স্কোয়াডে থাকলেও দলে যোগ দেয়নি। সেলফ-আইসোলেশনে আছেন তারা।’
এবার জিম্বাবুয়ের স্কোয়াডে চার নতুন মুখ সুযোগ পেয়েছে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে দলে তরুণদের সুযোগ দেখছেন অধিনায়ক টেলর।
তিনি বলেন, ‘আমরা অভিজ্ঞ কিছু খেলোয়াড়কে মিস করছি কিন্তু আমাদের কিছু তরুণ ও উদ্যমী খেলোয়াড় আছে। এটা তাদের জন্যও বড় সুযোগ। জিম্বাবুয়ের জন্যও এটা দারুণ সময়।’
বড় চ্যালেঞ্জের সামনেই পড়তে হচ্ছে টেলরকে। এর আগে উইলিয়ামসের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে হয়েছে তাকে।
উইলিয়ামস ও আরভাইন ইনজুরির পুনর্বাসন করে দলে ফিরেছেন। এই বছরে আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট শতক হাঁকান উইলিয়ামস।চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি। এদিকে বাঁ-হাতি ব্যাটার আরভাইনও বাংলাদেশের বিপক্ষে বেশ সফল। টাইগারদের বিপক্ষে সবশেষ পাঁচ টেস্টে ৩৩.৬৬ গড়ে তার সংগ্রহ ৩০৩ রান।