বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের ‘বি-দল’ আসায় রানাতুঙ্গার ক্ষোভ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ জুলাই, ২০২১ ১১:২৭

কোহলি ছাড়াও ভারতের তারকা খেলোয়াড়দের মধ্যে দলে নেই রোহিত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও রিশাভ পান্ট।  সবাই আগস্টে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে প্রস্তুতি নিচ্ছেন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলংকা সফর করছে ভারতীয় ক্রিকেট দল। সফরে আসেননি ভিরাট কোহলিসহ ভারতীয় দলের নিয়মিত তারকারা। লংকা সফরে ‘দ্বিতীয় সারির’ দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।আর ভারতের দ্বিতীয় সারির দলের সঙ্গে সিরিজ খেলতে রাজি হওয়ায় নিজ দেশের ক্রীড়া কর্তাদের সমালোচনা করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে ও শ্রীলংকা ক্রিকেটকে আক্রমণ করে ৫৭ বছর বয়সী রানাতুঙ্গা বলেন, এ সফর দেশের সম্মানহানী করেছে, দেশকে ছোট করা হয়েছে।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার শ্রীলংকা পৌঁছেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। ১৩ জুলাই সিরিজ শুরু করবে দুই দল।কোহলি ছাড়াও ভারতের তারকা খেলোয়াড়দের মধ্যে দলে নেই রোহিত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও রিশাভ পান্ট। সবাই আগস্টে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে প্রস্তুতি নিচ্ছেন।লঙ্কায় পাঠানো ভারতীয় স্কোয়াডে ছয় জন ক্রিকেটার রয়েছেন যাদের এখনও অভিষেক হয়নি জাতীয় দলে।শ্রীলঙ্কান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, ‘লংকা সফরে আসা দলটি ভারতের সেরা দল নয়, এটা তাদের দ্বিতীয় সারির দল। আমাদের ক্রীড়ামন্ত্রী বা ক্রিকেট প্রশাসকরা কি এটা জানে না?’

‘র‌্যাংকিংয়ে হয়তোবা শ্রীলংকার অবনমন হয়েছে। তবে ক্রিকেটীয় জাতি হিসেবে আমাদের একটা পরিচিতি আছে। আমাদের একটা সুনাম আছে। ভারতীয় একটা দ্বিতীয় সারির দলের বিপক্ষে আমাদের সেরা খেলানো উচিত নয়।’

১৯৯৬ বিশ্বকাপ জয়ী লংকা দলের অধিনায়ক রানাতুঙ্গা বলেন, খেলাটির কর্মকর্তাদের পতন ঘটেছে। খেলার মানোন্নয়ন ও খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে বড় ধরনের পরিবর্তনের দরকার।তিনি বলেন কর্মকর্তরা শ্রীলংকান খেলোয়াড়দের সম্মানের বিষয়টি ভাবেনি। রানাতুঙ্গার মতে ক্রিকেট কর্তরা আর্থিক লাভের কথাটি ভেবেছে।রানাতুঙ্গা বলেন,‘ ভারতের দ্বিতীয় সারির দলের বিষয়টি মেনে নেয়ার পিছনে গোপন রহস্য হচ্ছে টিভি স্বত্ব। ভারতের বি-দলের বিপক্ষে খেলোয়াড়দের মাঠে নামানো মানে বোর্ড এ সিরিজ থেকে টাকা কামাতে চায়।’

এ বিভাগের আরো খবর