বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উইন্ডিজকে ১ রানে হারিয়ে সিরিজে লিড সাউথ আফ্রিকার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ জুন, ২০২১ ১১:২৭

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সাউথ আফ্রিকা। সফরকারী দলের ৮ উইকেটে ১৬৭ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।

জমজমাট তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে সাউথ আফ্রিকা। সফরকারী দলের ৮ উইকেটে ১৬৭ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।

গায়ানার সেইন্ট জর্জেসে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড।

ব্যাট করতে নেমে ওপেনার কুইন্টন ডি ককের ব্যাটে দারুণ শুরু পায় প্রোটিয়ারা। পাওয়ার প্লে-তে যোগ করে ৫০ রান। ডি কক এক প্রান্তে আক্রমণ চালাতে থাকলেও অন্য প্রান্তে দুই উইকেট তুলে নেয় উইন্ডিজ।

পঞ্চম ওভারে রিজা হেনড্রিকস ও অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে জোড়া আঘাত করেন স্পিনার ওবেদ ম্যাকয়। হেনড্রিকস ফেরেন ১৭ রানে আর বাভুমার ব্যাট থেকে আসে ১।

এরপর এইডেন মারক্রামও টেকেননি বেশিক্ষণ। ১৮ বলে ২৩ রান করে ডোয়েইন ব্রাভোর বল আউট হন তিনি।

উইকেট পতনের ধারাবাহিকতার মধ্যেও আক্রমণ অব্যাহত রাখেন ডি কক। ৩৪ বলে দুই ছক্কা ও দুই চারে ফিফটি তুলে নেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

১৮তম ওভারের প্রথম বলে ৭২ রান করে আউট হন তিনি। শেষ দিকে আর কেউ রান না পেলে ১৬৭ রানে থামে সাউথ আফ্রিকার ইনিংস।

উইন্ডিজ পেইসার ম্যাকয় ২২ রানে ৪টি আর অলরাউন্ডার ব্রাভো ২৫ রানে ৩টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে, ঝড়ো সূচনা পায় স্বাগতিক দল। ১০ ওভারেই তারা দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৯০ রান।

এরপর শুরু হয় ছন্দপতন পরের তিন ওভারে তারা হারায় জেসন হোল্ডার, শিমরন হেটমায়ার ও কাইরন পোলার্ডকে। আন্ড্রে রাসেল ও নিকোলাস দ্রুত গতিতে ব্যাট চালিয়ে টার্গেটের কাছে নিয়ে যান উইন্ডিজকে।

রাসেল ও নিকোলাস পুরানের উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সাউথ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য ১৫ রানের।

কাগিসো রাবাডার ওভারে উইকেটে ছিলেন ফাবিয়ান অ্যালেন। প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করেন রাবাডা। পুনরায় প্রথম বল করে ইয়র্কারে ডট দেন তিনি।

দ্বিতীয় বলে বলে চার হাঁকান অ্যালেন, তৃতীয় বলে আবারও ডট। শেষ তিন বলে উইন্ডজের লক্ষ্য দাঁড়ায় ১০।

চতুর্থ বলে দুই রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখেন অ্যালেন। পঞ্চম বলে ইয়র্কার করায় কোনো রান দেননি রাবাডা।

ফলে শেষ বলে দরকার পড়ে ৮ রানের। অ্যালেন ছক্কা হাঁকালে ১ রানে হেরে যায় উইন্ডিজ।

সাউথ আফ্রিকার হয়ে চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হন স্পিনার তাবরেজ শামসি। দুই দলের চতুর্থ টি-টোয়েন্টি একই ভেন্যুতে শুক্রবার।

এ বিভাগের আরো খবর