বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮ বছরের শিশুর জন্য সাউদির জার্সি নিলামে

  •    
  • ২৯ জুন, ২০২১ ১৯:০১

গত ২০১৮ সালে হলি বিটির শরীরে নিউরোব্লাসটোমা নামে বিরল এই ক্যান্সার ধরা পড়ে। বিষয়টি আগেই নজরে এসেছিল টিম সাউদির। তখন থেকেই তাকে সাহায্য করার চিন্তা করেছিলেন এই ক্রিকেটার।

ঘাতক রোগ ক্যান্সারে আক্রান্ত আট বছরের এক শিশুকে বাঁচাতে সদ্য টেস্ট বিশ্বকাপজয়ী জার্সি নিলামে তুলছেন নিউজিল্যান্ডের পেইস বোলার টিম সাউদি।

হলি বিটি নামের সেই শিশুর চিকিৎসার খরচ তুলতেই জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটার।

জার্সিতে নিউজিল্যান্ড দলের সবারই স্বাক্ষর রয়েছে।

গত ২০১৮ সালে হলি বিটির শরীরে নিউরোব্লাসটোমা নামে বিরল এই ক্যান্সার ধরা পড়ে। বিষয়টি আগেই নজরে এসেছিল টিম সাউদির। তখন থেকেই তাকে সাহায্য করার চিন্তা করেছিলেন এই ক্রিকেটার।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সাউদি লেখেন, ‘আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে জার্সি পড়ে খেলেছি সেটা নিলামে দিচ্ছি হলিকে সাহায্যের জন্য। নিলামে তোলা পুরো টাকাই হলির পরিবারে কাছে যাবে।’

‘একটি ক্রিকেট কমিউনিটির মাধ্যমে আমার পরিবার হলির খবরটি জানতে পারে কয়েক বছর আগে। তাদের পরিবারের সহিষ্ণুতা, শক্তি ও ইতিবাচক মনোভাবের কারণে আমি প্রথম থেকেই একটা উপায় খুঁজছিলাম সাহায্য করার,’ যোগ করেন সাউদি।

এই জার্সিটাই নিলামে তুলেছেন সাউদি। ছবি: ইন্সটাগ্রাম

দুই বছরের বেশি সময় ধরে চিকিত্সার পরও, হলি বিটি এখনও এই রোগ থেকে সেরে ওঠেনি। সে বর্তমানে স্পেনে চিকিতসা নিচ্ছে। নিলামের টাকা শিশুটির চিকিৎসায় সহযোগিতা করবে বলে আশাবাদী সাউদি।

তিনি বলেন, ‘আমি আশাবাদী যে এই জার্সিটি বিটি পরিবারের চলমান চিকিত্সার প্রয়োজনে যে কোনওভাবে অবদান রাখতে সাহায্য করতে পারে। পিতা হিসেবে আমার হৃদয় তার জন্য পুড়ছে।

‘নিলামের ছোট বা বড় সব অবদানই উৎসাহিত করছি।’

এ বিভাগের আরো খবর