বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরব আমিরাতে হচ্ছে টি-বিশ্বকাপ, ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ জুন, ২০২১ ১৪:৫৮

বিসিসিআই বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কেউই বিষয়টির সত্যতা নিশ্চিত করেনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে আইসিসির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

করোনাভাইরাস মহামারির কারণে ভারত থেকে সরিয়ে নেওয়া হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকইনফোসহ শীর্ষ কয়েকটি সংবাদ মাধ্যম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর সূত্র উল্লেখ করে ক্রিকইনফো শুক্রবার রাতে খবরটি প্রকাশ করে। শনিবার এর সমর্থনে প্রতিবেদন ছেপেছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অফ ইন্ডিয়ার মতো সংবাদপত্রগুলো।ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেপ্টেম্বরে দেশটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ৩১টি ম্যাচ আয়োজন করবে বিসিসিআই। আইপিএল শেষ হবে ১৫ অক্টোবর।এর দুই দিন পর অর্থাৎ ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের আসর। আরব আমিরাতের তিনটি রাজ্য শারজা, দুবাই ও আবু ধাবিতে হবে অধিকাংশ ম্যাচ। বাড়তি ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে ওমান।তবে বিসিসিআই বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কেউই বিষয়টির সত্যতা নিশ্চিত করেনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে আইসিসির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।এর আগে, করোনাভাইরাস মহামারির কারণে ৪ মে মাঝপথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর স্থগিত হয়ে যায়। এতে অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে ক্রিকেট বিশ্বে মহলে প্রশ্ন তৈরি হয়। নড়েচড়ে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।করোনার প্রকোপের মধ্যে ভারত কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে, সেটি বিসিসিআই-এর কাছে জানতে চায় আইসিসি।বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা তুলে ধরতে আইসিসি কাছে সময় চায় বিসিসিআই। বিসিসিআইকে সময় দিয়েছে আইসিসি।বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ২ জুন জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ২৮ জুন পর্যন্ত ভারতকে সময় দিয়েছে।বিসিসিআই ভারতে বিশ্বকাপ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে এপ্রিলে জানিয়েছিলেন বিসিসিআই গেম ডেভেলপমেন্টে ও টুর্নামেন্ট পরিচালক ধিরাজ মালহোত্রা।বিবিসিকে তিনি বলেন, ‘আশা করি হবে। টুর্নামেন্ট আয়োজনের জন্য যা কিছু করা সম্ভব আমরা তাই করছি। সাধারণ পরিস্থিতি, কোভিড পরিস্থিতি ও সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কী করে আইসিসির এই টুর্নামেন্টটা আয়োজন করা যায় সে নিয়ে আলোচনা করে যাচ্ছি।’ভারতে কোভিড পরিস্থিতির উন্নতি না ঘটলে কী হবে সেটারই ইঙ্গিত দেন মালহোত্রা। বলেন, ‘তখন এটা ইউএইতে যাবে। বিসিসিআই আয়োজক থাকবে কিন্তু সেটি তখন আমিরাতে হবে। কিন্তু সবকিছু পরিচালনা করবে বিসিসিআই।’১৬ দলের বৈশ্বিক টুর্নামেন্টের জন্য আইসিসির কাছে নয়টি ভেন্যুর প্রস্তাব দেয় ভারত। এগুলো হচ্ছে আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ ও মুম্বাই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ফাইনাল ম্যাচ।বিসিসিআই দুটি ভেন্যুতে খেলা পরিচালনা করে পরের দুটি ভেন্যুতে দলগুলোকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে। এই মডেলে খেলা হয়েছে এবারের আইপিএলে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডকে মহামারি ঘোষণার পর টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে যাচ্ছে প্রথম কোনো আইসিসি ইভেন্ট। ইভেন্টটির প্রস্তুতির খোঁজখবর নিতে আইসিসির একটি পরিদর্শক দলের ভারতে আসার কথা ছিল। কিন্তু আরব আমিরাত ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করলে বাতিল হয় সেটি।

এ বিভাগের আরো খবর