আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃষ্টি বিঘ্নিত ফাইনালে পেইসারদের কল্যাণে ম্যাচে ফিরে এসেছে ভারত। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ৩২ রানে এগিয়ে ভিরাট কোহলির দল। দিনের খেলা শেষ ভারতের স্কোর ছিল দুই উইকেটে ৬৪ রান।
পঞ্চম দিনও বৃষ্টির কারণে খেলা শুরু হতে ঘণ্টাখানেক দেরি হয়। দুই উইকেটে ১০১ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড ভারতীয় পেইসারদের তোপে ২৪৯ রানে অলআউট হয়ে যায়।
শূন্য রানে অপরাজিত থেকে সেশন শুরু করা রস টেইলর আউট হন ১১ রান করে। অভিজ্ঞ ব্ল্যাকক্যাপসকে আউট করেন মোহাম্মদ শামি।
এরপর দ্রুত বিদায় নেন হেনরি নিকোলস ও বিকে ওয়াটলিং। নিকোলসকে সাত রানে আউট করেন ইশান্ত। আর এক রান করে ওয়াটলিং সাঁজঘরে ফেরেন শামির বলে।
কলিন ডে গ্র্যান্ডহোম ও কাইল জেমিসনকেও তুলে নেন শামি। গ্র্যান্ডহোমের ব্যাট থেকে আসে ১৩ আর জেমিসন করেন ২১ রান।
এল প্রান্ত আগলে রাখা কেইন উইলিয়ামসনের মূল্যবান উইকেটটি নেন ইশান্ত। নিউজিল্যান্ড অধিনায়কের কাছ থেকে আসে ৪৯ রান।
অধিনায়কের বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি ব্ল্যাকক্যাপস ইনিংস। ২৪৯ রানে অলআউট হয় তারা।
ইশান্ত শর্মা ৪৮ রানে ৩টি আর মোহাম্মদ শামি ৭৬ রানে ৪টি উইকেট নেন।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে হারায় ভারত। দুইজনই এলিবিডব্লিউ হন টিম সাউদির বলে।
রোহিত করেন ৩০ আর গিলের ব্যাট থেকে আসে আট রান।
দিনের খেলা শেষে ভারতের হয়ে উইকেটে ছিলেন ভিরাট কোহলি ও চেতেশ্বর পুজারা। কোহলি অপরাজিত ৮ রানে আর পুজারা খেলছেন ১২ রান নিয়ে।