বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিবকে ছাড়া মুশফিকের আবাহনীর কাছে উড়ে গেল মোহামেডান

  •    
  • ২১ জুন, ২০২১ ০১:৫৭

সাকিবহীন মোহামেডানকে পেয়ে এবার যেন হেসেখেলেই হারিয়ে দিয়ে মধুর প্রতিশোধ তুলে নেয় মুশফিকের আবাহনী।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম দেখায় ঢাকা ডার্বি জিতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে সাকিব আল হাসান ছিলেন মাঠে।

রাউন্ড রবিনের শেষ ম্যাচ খেলে মোহামেডান অধিনায়ক যুক্তরাষ্ট্রে চলে যাওয়ায় সুপার লিগ তাকে ছাড়াই খেলতে হচ্ছে দলকে।

সাকিবহীন মোহামেডানকে পেয়ে এবার একরকম হেসেখেলে হারিয়ে দিয়ে মধুর প্রতিশোধ তুলে নেয় মুশফিকুর রহিমের আবাহনী।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান।

ব্যাটিংয়ে নেমে তান্ডব শুরু করে মুশফিকরা। মাত্র ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন মুনিম শাহরিয়ার। চার রানে সাজঘরে ফেরেন লিটন দাস।

পরে শান্ত আর মুশকিফ এসে দলকে বড় পুজি গড়ার ক্ষেত্রে সহায়তা করেন। ১৭ বলে শান্তর ২৭ আর ৩২ বলে মুশফিকের ৫৭ রানের ইনিংসে বড় স্কোর গড়ে আবাহনী।

শান্তর বিদায়ের পর নাইম, আফিফ ও মোসাদ্দেকের ক্যামিওতে আবাহনী স্কোরবোর্ডে জমা করে ১৯৩ রান। মুশফিকের অপরাজিত ফিফটির দিনে আবাহনী হারায় সাত উইকেট। তিনটি করে উইকেট নেন রুইয়েল মিয়া ও আসিফ হাসান। একটি নেন আবু জায়েদ।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৪২ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। মাহমুদুল হাসান আর ইরফান শুক্কুর কিছুটা ধরে রাখার চেষ্টা করলেও কাজ হয়নি। ৩৭ রানে মাহমুদুল আর ২৭ রানে বিদায় নেন ইরফান।

ম্যাচে ফেরার আশা সেখানেই শেষ হয়ে যায় মোহামেডানের।

আট নম্বরে নেমে অতিমানবীয় ইনিংস খেলেন আবু হায়দার রনি। ৪২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁ-হাতি পেইসার।

কিন্তু পাহাড়সম টার্গেটের সামনে এই ইনিংস কোনো কাজেই লাগেনি। ৬০ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়ে আকাশি-নীলরা। ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।

এ বিভাগের আরো খবর