বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেইন্ট লুসিয়া টেস্টের নিয়ন্ত্রণে সাউথ আফ্রিকা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২০ জুন, ২০২১ ১২:৩৪

প্রোটিয়াদের করা ২৯৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। সফরকারী দলের লিড দাঁড়িয়েছে ১৪৯ রানের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের করা ২৯৮ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। সফরকারী দলের লিড দাঁড়িয়েছে ১৪৯ রানের।২১৮ রানে পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সাউথ আফ্রিকা। ৫৯ রানে থাকা কুইন্টন ডি ককই লড়াই করেন দলের হয়ে। এক প্রান্ত আগলে রেখে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন ডি কক।সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেকে আউট হন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ৯৬ রানে আউট হন ডি কক।তার আউটের পর বেশীক্ষণ টেকেনি প্রোটিয়া ইনিংস। ২৯৮ রানে প্রথম ইনিংসে তাদের গুটিয়ে দেয় উইন্ডিজ।স্বাগতিক দলের পক্ষে জেসন হোল্ডার চারটি, জেইডন সিলস তিনটি ও কিমার রোচ দুটি উইকেট নেন।জবাবে ব্যাট করতে নেমে, বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম বলেই কাগিসো রাবাডার ডেলিভারিতে ফিরে যান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইট।এরপর থেকেই শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। শেই হোপ ও কাইল মায়ার্স ছাড়া কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। মায়ার্স ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন। আর হোপের ব্যাট থেকে আসে ৪৩।শেষ চার উইকেট মাত্র ছয় রানে হারায় উইন্ডিজ। ৫৪ ওভার টেকে তাদের পুরো ইনিংস।১৪৯ রানে অলআউট হলে সাউথ আফ্রিকা সমান রানের লিড পায়। সফরকারী দলের পক্ষে উইয়ান মাল্ডার এক রানে তিন উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের টেইল-এন্ড ধসিয়ে দেন।রাবাডা, আনরিখ নরটিয়া ও কেশভ মহারাজ দুটি করে উইকেট নেন।প্রথম টেস্ট ইনিংস ও ৬৩ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে সাউথ আফ্রিকা।

এ বিভাগের আরো খবর