রাউন্ড রবিন লিগ ভিত্তিতে ১১টি করে ম্যাচ খেলে ফেলেছে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো। বৃহস্পতিবার রাতেই চূড়ান্ত হয়ে গেছে সুপার লিগের ছয় দল।
সুপার লিগের রাউন্ডে থাকছেন না জাতীয় দলের দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
হাতে চোট পাওয়ার কারণে খেলছেন না তামিম। আর সাকিবের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়াবসাইট ক্রিকবাজ। বিসিবির সূত্র থেকে পাওয়া খবরে তারা জানায়, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন সাকিব। সুপার লিগ খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিবের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করেছে সুপার লিগ। নিষেধাজ্ঞার কারণে মোহামেডানের হয় শেষ চার ম্যাচের তিনটি খেলতে পারেননি সাকিব। তার বদলে দলকে নেতৃত্ব দিয়েছেন শুভাগত হোম।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১১ ম্যাচে সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে তামিমের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম দোলেশ্বর এসসি।
একই পয়েন্ট নিয়েও তিনে আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে চারে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ১৩ পয়েন্ট নিয়ে সাকিবের মোহাডোন পাঁচে ও একই পয়েন্ট নিয়ে শেখ জামাল ছয়ে শেষ করেছে।
সুপার লিগ মিস করবেন তামিম। ছবি:বিসিবি
১১ ম্যাচে ৫২.২৫ গড় নিয়ে সর্বোচ্চ রান ব্রাদার্স ইউনিয়নের ব্যাটসম্যান মিজানুর রহমানের। ডিপিএলের এবারের আসরের প্রথম সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। ৩৬৭ রান নিয়ে দুইয়ে মাহমুদুল হাসান জয়। ৩০৭ রান নিয়ে মোহাম্মদ নাঈম তিনে। ৩০৬ রান নিয়ে চারে তামিম ইকবাল ও ২৯৫ রান নিয়ে তানজিদ হাসান পাঁচে।
সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন শাইনপুকুরের তানভির ইসলাম। ১০ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন এই বোলার। দুইয়ে ২০ উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি। ১৭ উইকেট নিয়ে তিনে শেখ জামালের সালাউদ্দিন শাকিল। ১৬ উইকেট নিয়ে খেলাঘরের খালেদ আহমেদ চারে ও ১৫ উইকেট নিয়ে পাঁচে শরিফুল ইসলাম।
সুপার লিগে ইনজুরির কারণে খেলছেন না তামিম ইকবাল। আর বৃহস্পতিবার দিবাগত রাতে সাকিব যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যদিও এখনও বিসিবি থেকে কোনো কিছু নিশ্চিত করা যায়নি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে যোগ দেয়ার কথা সাকিবের।