ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান।
এর ফলে ভবিষ্যতে দেশের হয়ে দেশসেরা অলরাউন্ডারের খেলা নিয়ে সংশয় কার্যত উঠে যাচ্ছে।কারণ বিসিবির নির্দেশনা অনুযায়ী চুক্তিতে থাকলে দেশের হয়ে খেলাকেই অগ্রাধিকার দিতে হবে ক্রিকেটারদের।
মঙ্গলবার সাড়ে পাঁচ ঘণ্টার লম্বা বৈঠকে সাকিবের চুক্তির বিষয়টি অনুমোদন দেয় বিসিবি। পরে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান।
এর আগে ২০১৯ সালের অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয়, এক বছরের স্থগিতাদেশ সহ দুই বছরের নিষেধাজ্ঞায় থাকার সময় বিসিবি সাকিবকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিয়েছিল।
এখন থেকে চুক্তির আওতায় বেতনভুক্ত হলেন সাকিব।
সাকিবকে ফেরানোর সঙ্গে সভায় ২২ জন নারী ক্রিকেটারকে চুক্তিতে আনার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিসিবি। এতে করে বিসিবির বেতন কাঠামোর মধ্যে আসবেন সালমা-জাহানারা-রুমানাদের মতো সিনিয়র সহ অন্যান্য নারী তারকারা।
সভার এছাড়া মিনহাজুল আবেদীনের অধীনস্থ তিন সদস্যের নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানোরও সিদ্ধান্ত নেয়া হয়।মিনহাজুল-হাবিবুল বাশার ও আব্দুর রাজ্জাকদের প্যানেল থাকছে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।