বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আইসিসির হল অফ ফেমে সাঙ্গাকারা ও ফ্লাওয়ার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জুন, ২০২১ ১৪:০৫

হল অফ ফেমের সবশেষ এডিশনে সাঙ্গাকারা ও ফ্লাওয়ারের সঙ্গে জায়গা করে নেন মোট ১০ জন। সাঙ্গাকারা ও ফ্লাওয়ার জায়গা পেয়েছেন আধুনিক যুগ থেকে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ ঘোষিত হল অফ ফেমে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও জিম্বাবুয়ের ব্যাটিং গ্রেট অ্যান্ডি ফ্লাওয়ার। হল অফ ফেমের সবশেষ এডিশনে সাঙ্গাকারা ও ফ্লাওয়ারের সঙ্গে জায়গা করে নেন মোট ১০ জন।সাঙ্গাকারা ও ফ্লাওয়ার জায়গা পেয়েছেন আধুনিক যুগ থেকে। ক্রিকেটের আদি যুগ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে থেকে হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মন্টি নোবল ও সাউথ আফ্রিকার ব্যাটসম্যান অব্রি ফকনার।দুই বিশ্বযুদ্ধের মাঝের সময় থেকে বেছে নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার লিয়ারি কনস্ট্যান্টিন ও অস্ট্রেলিয়ার স্ট্যান ম্যাকাবকে।দুই যুদ্ধের পর থেকে ১৯৭০ সালের মধ্যেকার সময় থেকে হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের ভিনু মানকড ও ইংল্যান্ডের টেড ডেক্সটার। উইন্ডিজ ওপেনিং গ্রেট ডেসমন্ড হেইনস ও ইংলিশ ফাস্ট বোলার বব উইলিসকে জায়গা দেয়া হয়েছে ৭০ ও ৮০ এর দশক থেকে।ফ্লাওয়ার ও সাঙ্গাকারাকে বেছে নেওয়া হয়েছে ৯০ ও তার পরের দশক অর্থাৎ আধুনিক যুগ থেকে।শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ১৩৪ টেস্টে ৫৭.৪০ গড়ে ১২,৪০০ রান করেন সাঙ্গাকারা। ৪০৪ ওয়ানডেতে ৪১.৯৮ তার সংগ্রহ ১৪,২৩৪ রান। দুই ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৬৩টি।অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের হয়ে ৬৩ টেস্টে ৫১.৫৪ গড়ে করেন ৪,৭৯৪ রান। ওয়ানডেতে তার রান ২১৩ ম্যাচে ৬,৭৮৬। গড় ৩৫.৩৪। টেস্টে ১২ সেঞ্চুরির সঙ্গে ওয়ানডে চারটি সেঞ্চুরি আছে তার। হল অফ ফেমে জায়গা পাওয়া প্রথম জিম্বাবুইয়ান তারকা তিনি।১৮ জুন থেকে শুরু হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে রোববার এই তালিকা ঘোষণা করে আইসিসি। নতুন ১০জনকে নিয়ে হল অফ ফেমে জায়গা পাওয়া ক্রিকেটারের সংখ্যা মোট ১০৩।

এ বিভাগের আরো খবর