বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শাস্তি মেনে নিয়েছেন সাকিব

  •    
  • ১২ জুন, ২০২১ ২১:৩৮

রাজধানীর এক হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকা সাকিবকে এই বিষয়ে চিঠি পাঠানো হয়। সাকিব শাস্তি মেনে নেন।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে সাকিব আল হাসানকে। আম্পায়ারের ম্যাচ রিপোর্ট অনুযায়ী নেয়া শাস্তির বিষয়ে চিঠি দেয়া হলে তা মেনে নিয়েছেন মোহামেডানের অধিনায়ক।

সিসিডিএম জানায়, দুইটা অভিযোগ ছিল। একটি ৪.৬ ওভারে এলবিডব্লিউর আবেদন। যার প্রতিক্রিয়া সাকিব লাথি মেরে উইকেট ভেঙে দেন। আরেকটা ছিল ৫.৫ ওভারের পর। বৃষ্টির কারণে উইকেট ঢাকার জন্য আম্পায়াররা যখন কভার ডাকে এবং সাকিব স্টাম্প তোলে ছুঁড়ে ফেলে দেন। দুই অপরাধের জন্য লেভেল থ্রি সাকিবের বিরুদ্ধে গিয়েছে। এজন্য সাকিবের শাস্তি ৩ ম্যাচ নিষেধাজ্ঞা এবং জরিমানা ৫ লাখ টাকা।

শাস্তির বিষয়ে রাজধানীর এক হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকা সাকিবকে চিঠি পাঠানো হয়। সাকিব শাস্তি মেনে নেন।

ডিপিএলের বাই লজের লেভেল থ্রিয়ের দুটি ধারা ভঙ্গের জন্য তিন ম্যাচ খেলতে পারবেন না দেশসেরা এই ক্রিকেটার।

ডিপিএলের হাই ভোল্টেজ আবাহনী লিমিটেড বনাম মোহামেডানের ম্যাচে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মোহামেডানের বেঁধে দেয়া ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আবাহনী ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার মেজাজ হারান সাকিব। সাকিবের করা ওভারের শেষ বলে মুশফিককে পরাস্ত করে তার প্যাড আঘাত হানে বল। লেগ বিফোরের জন্য সাকিবের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর তাতেই সাকিব লাথি মেরে ভেঙে ফেলেন বোলিং প্রান্তের স্টাম্প।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। কিন্তু তা মানতে চাননি সাকিব। আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে ক্ষোভ দেখিয়ে বোলিং প্রান্তের তিনটি স্টাম্প তুলে মাটিতে ছুড়ে মারেন তিনি। রাগান্বিত ভঙ্গিতে তর্কও করতে থাকেন আম্পায়ারের সঙ্গে।

এরপর সাকিব বিবাদে জড়ান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও। ম্যাচ শেষে আবাহনীর ড্রেসিংরুমে যেয়ে সুজনসহ সবার কাছেই দুঃখপ্রকাশ করেন তিনি। সুজনও মিমাংসা করে ফেলেন ঘটনাটি।

ম্যাচ শেষে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে বিষয়টির জন্য ক্ষমা চান সাকিব। ম্যাচের মধ্যে মেজাজ হারানোর জন্য ক্ষমা চান তিনি। তাতে কাজ হয়নি। লেভেল থ্রি পর্যায়ের শৃঙ্খলা ভঙ্গের শাস্তি পেয়েছেন সাকিব।

লিগে সাত ম্যাচে চার জয়ে নিয়ে টেবিলের চারে আছে সাকিবের মোহামেডান। সাকিব তিন ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়ায় রাউন্ড রবিনের শেষ ম্যাচে খেলতে পারছেন তিনি।

তবে মোহামেডান যদি তাকে ছাড়াই তিন ম্যাচ জিতে সুপার লিগে কোয়ালিফাই করে সেক্ষেত্রে সাকিবের সুপার লিগে খেলাও হবে। ১১ রাউন্ড পর নির্ধারিত হবে সুপার লিগের সেরা ছয় দল।

এ বিভাগের আরো খবর