বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লিগের অনিয়ম নিয়ে ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি

  •    
  • ১২ জুন, ২০২১ ২০:৫৮

সিসিডিএমের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ বলেন, ‘বোর্ড সভাপতি আম্পায়ারিং নিয়ে অনেক গুরুত্বের সাথে নিচ্ছেন। তিনি পরিপূর্ণ রিপোর্ট চান, তদন্ত চান। তার কথা হল কেন এমন হচ্ছে যেখানে আমরা এত খেয়াল করে লিগটা চালাচ্ছি। আমরা সব ক্লাবের সাথে বসব এবং কথা বলব।’

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচে স্টাম্পে সাকিব আল হাসানের লাথি মারার ঘটনায় বলা যায় নড়ে-চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের ঘটনায় লিগের অনিয়ম নিয়ে আবারও কথা উঠছে। এ বিষয়ে ক্লাব ও অধিনায়কদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

সিসিডিএমের কাছে সাকিব কাণ্ডের মূল কারণ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানতে চেয়েছেন উল্লেখ করে ইনাম সংবাদ মাধ্যমকে জানান, ‘বোর্ড সভাপতি আমাদের ডেকেছিলেন। আমি এবং জালাল ইউনুস ভাই কথা বলেছি। উনি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন। উনি এই ঘটনার মূল কারণ জানতে চান।’

আগামী ১৫ জুন বিসিবির কার্যনির্বাহী কমিটির বৈঠকের আগেই সভাপতি এই বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান সিসিডিএম চেয়ারম্যান।

ইনাম বলেন, ‘তিন দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি (বিসিবি সভাপতি) তদন্ত করতে বলেছেন। একটা কমিটি করে দিয়েছেন, সেই কমিটিতে আছি। জালাল ভাই আছেন। দুর্জয় আছেন। শেখ সোহেল আছেন এবং প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আছেন।’

আগামী দুই দিনের মধ্যে লিগের অনিয়ম ও বিতর্ক নিয়ে ক্লাব ও অধিনায়কদের সঙ্গে বৈঠকে বসতে চায় বিসিবি।

ইনামের কথায়, ‘আমরা সব ক্লাবের ম্যানেজার এবং অধিনায়কদের নিয়ে বসব আগামী দুই দিনের মধ্যে। যদি ডিপিএলের খেলার কোনো ইস্যু, পরিস্থিতি, সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকে আমরা সেটা শুনব।’

এবারের ডিপিএলের সাত ম্যাচে আবাহনীর বিপক্ষে একটিও এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়াররা। আন্তর্জাতিক ক্রিকেটারদের বারবার অনুরোধের পরও ঘরোয়া ক্রিকেটে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করছে না আয়োজক ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এরই পরিপ্রেক্ষিতে লিগে অনিয়ম নিয়ে তদন্তের তাগিদ দেখছেন বিসিবি সভাপতি।

সিসিডিএমের এই চেয়ারম্যান বলেন, ‘বোর্ড সভাপতি আম্পায়ারিং নিয়ে অনেক গুরুত্বের সাথে নিচ্ছেন। তিনি পরিপূর্ণ রিপোর্ট চান, তদন্ত চান। তার কথা হল কেন এমন হচ্ছে যেখানে আমরা এত খেয়াল করে লিগটা চালাচ্ছি। আমরা সব ক্লাবের সাথে বসব এবং কথা বলব।’

এ বিভাগের আরো খবর