বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা ডার্বিতে মোহামেডানের সহজ জয়, উত্তাপ ছড়ালেন সাকিব

  •    
  • ১১ জুন, ২০২১ ১৯:০২

ঐতিহ্যবাহী দুই দলের লড়াইয়ে সহজ জয়ই পেয়েছে মোহামেডান। বৃষ্টি আইনে তারা আবাহনীকে হারিয়েছে ৩১ রানে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিঃসন্দেহে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই। এবারে অবশ্য উত্তাপ ম্যাচের ফল নির্ধারণে হয়নি, বরং বিতর্কিত ঘটনায় সবটুকু আলো নিজের ওপর টেনে নিয়েছেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান।

ঐতিহ্যবাহী দুই দলের লড়াইয়ে সহজ জয়ই পেয়েছে মোহামেডান। বৃষ্টি আইনে তারা আবাহনীকে হারিয়েছে ৩১ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ও আবদুল মজিদের ব্যাটে ধীর শুরু পায় মোহামেডান। তবে ৬৮ রানের ভেতরেই দুই ওপেনারের সঙ্গে শামসুর রহমান ও ইরফান শুক্কুরকে হারিয়ে বিপদে পড়ে মোহামেডান।

সেখান থেকে তাদের উদ্ধার করেন অধিনায়ক সাকিব ও মাহমুদুল হাসান। দুজনে মিলে গড়েন ৪৬ রানের জুটি। প্রথমবারের মতো এবারের আসরে ৩০ রান পেরোন সাকিব, কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হয়ে ফেরেন তিনি।

শেষ পর্যন্ত মোহামেডানকে ১৪৫ রানে নিয়ে যান মাহমুদুল হাসান, অপরাজিত থাকেন ৩০ রানে।

আবাহনীর হয়ে তিনটি উইকেট শিকার করেন একেএস স্বাধীন। দুটি উইকেট শিকার করেন তানজিম হোসেন সাকিব, একটি উইকেট পান সাইফউদ্দিন।

জবাবে শুভাগত হোমের বোলিং তোপে তিন ওভারের মধ্যেই তিন উইকেট হারায় আবাহনী। শুভাগত একে একে বিদায় করেন নাইম শেখ, স্বাধীন ও আফিফ হোসেনকে।

এরপরই পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব, আর সেখানেই জন্ম দেন বিতর্কের।

সাকিবের প্রথম ওভারের দ্বিতীয় বলে তাকে ছয় মারেন আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম, পরের বলেই চার। শেষ বলে অবশ্য মুশফিককে পরাস্ত করে তার প্যাড আঘাত হেনেছিল সাকিবের বল।

কিন্তু লেগ বিফোরের জন্য সাকিবের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আর তাতেই সাকিব লাথি মেরে ভেঙে ফেলেন বোলিং প্রান্তের স্টাম্প।

ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। কিন্তু তা মানতে চাননি সাকিব। আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে ক্ষোভ দেখিয়ে বোলিং প্রান্তের তিনটি স্টাম্প তুলে মাটিতে ছুড়ে মারেন তিনি। রাগান্বিত ভঙ্গিতে তর্কও করতে থাকেন আম্পায়ারের সঙ্গে।

এরপর সাকিব বিবাদে জড়ান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও। তবে পরে দুজনে মিলে বিষয়টির মিমাংসা করেন বলেও জানা যায়।

বৃষ্টির পর আবার খেলা শুরু হলে, বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৭৬। ৩১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা আবাহনী বাকি ৩.১ ওভারে করতে পারে মাত্র ১৩ রান। তাতে ৪৪ রানে ইনিংস শেষ করে ৩১ রানে হার মানে তারা।

শুভাগতর তিন উইকেটের সঙ্গে তাসকিন আহমেদ তুলে নেন দুই উইকেট।

টানা তিন ম্যাচ হারার পর আবারও জয় তুলে নিল মোহামেডান। অন্যদিকে সপ্তম ম্যাচে এটি দ্বিতীয় হার আবাহনীর।

এ বিভাগের আরো খবর