ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষে ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। সেখানে একটি টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার কথা রয়েছে টাইগারদের।গুঞ্জন ছিল এ সফরে যেতে চান না জাতীয় দলের কিছু অভিজ্ঞ খেলোয়াড়। এমন কিছু পরিকল্পনায় নেই বলেই সোমবার সংবাদমাধ্যমকে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার। নিউজবাংলাকে তিনি বলেন, সম্ভাব্য সেরা দলটিই তারা পাঠাতে চান জিম্বাবুয়ে সফরে।‘এখনও আমাদের তেমন কোনো সিদ্ধান্ত হয়নি (খেলোয়াড়রা ছুটি নেয়ার ব্যাপারে)। এখন পর্যন্ত আমরা জিম্বাবুয়ে সফরে সম্ভাব্য সেরা দলটা নিয়ে যেতে চাই। সেভাবেই আমরা এগোচ্ছি,’ বলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।সোমবার বিকেলেই নির্বাচক প্যানেল জানাল ভিন্ন তথ্য। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সোমবার নিশ্চিত করেন, জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি থেকে ছুটি চেয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টেস্ট খেললেও সংক্ষিপ্ত ফরম্যাটে অংশ নিতে চান না এ অভিজ্ঞ ব্যাটসম্যান।
তবে বিসিবি প্রধান নির্বাচক আরও জানান, এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি তারা।
‘মুশফিক আজকে আমাকে ফোন করে জানিয়েছে সে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চায় না। আমরা এখনও সিদ্ধান্ত নেইনি কিন্তু করোনাভাইরাস বাস্তবতায় খেলোয়াড়দের জৈব নিরাপত্তা বলয়ে থাকতে হয়। তাই আমাদের তাদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে,’ বলেন মিনহাজুল।
জিম্বাবুয়ে সফরের কোয়ারেন্টিন নিয়ে এখনও আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি প্রধান নির্বাহী জানিয়েছিলেন, ৫-৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হতে পারে টাইগারদের। সেটি হলে ৭ জুলাই শুরু হতে যাওয়া সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি খেলা হবে না বাংলাদেশ দলের।