বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুবেলের বোলিং তোপে বড় জয় প্রাইম ব্যাংকের

  •    
  • ৭ জুন, ২০২১ ১৮:০০

প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের ফিফটিতে স্কোরবোর্ডের ১৬৭ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে রুবেলের চার উইকেটের সুবাদে মাত্র ৯৫ রানেই পারটেক্সকে গুটিয়ে দেয় তারা। জয় তুলে নেয় ৭২ রানে।

পেইসার রুবেল হোসেনের নৈপূণ্যে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বড় জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চোট থেকে সেরে উঠে সোমবারই ডিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামেন রুবেল হোসেন। ম্যাচে তার বোলিং তোপে উড়ে গেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৭২ রানের বড় জয় পেয়েছে রুবেলের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ মিঠুনের ফিফটিতে স্কোরবোর্ডের ১৬৭ রান তোলে প্রাইম ব্যাংক। জবাবে রুবেলের চার উইকেটের সুবাদে মাত্র ৯৫ রানেই পারটেক্সকে গুটিয়ে দেয় তারা। জয় তুলে নেয় ৭২ রানে।তামিম ইকবালের ৪৭ রানের ইনিংসে ভালো শুরু করে প্রাইম ব্যাংক। রনি তালুকদার ও এনামুল হক বিজয় ব্যর্থ হলেও, জ্বলে ওঠেন মিঠুন।৩ চার ও ৩ ছয়ে ৩৬ বলে এ ডানহাতি ব্যাটসম্যান খেলেন ৫৭ রানের অপরাজিত ইনিংস। সঙ্গে নাহিদুল ইসলামের ৫ বলে ১৩ রানের ক্যামিওতে প্রাইম ব্যাংকের সংগ্রহ পৌছায় ১৬৭ রানে।এরপর থেকে ম্যাচে নিজেদের প্রাধান্য ধরে রাখে প্রাইম ব্যাংক। রুবেলের চার উইকেটের সঙ্গে নাঈম হাসান ও নাহিদুল ইসলাম তুলে নেন দুটি করে উইকেট।পারটেক্সের হয়ে মাত্র দুজন ব্যাটার পেরোতে পারেন ২০ রান। আব্বাস মুসা করেন ২৯। সঙ্গে রাজিবুল ইসলাম করেন ২৩ রান। তাতে ৯৫ রানেই গুটিয়ে যায় তারা। হারে ৭২ রানে।এই জয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে প্রাইম ব্যাংক। চার ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বরের ঝুলিতে সমান ম্যাচে আছে সাত পয়েন্ট।

এ বিভাগের আরো খবর