ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে চার উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বের ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের দেওয়া ১৬৩ রানের টার্গেট দুই বল আগেই ছুঁয়ে ফেলে দোলেশ্বর।রান তাড়া করতে নেমে ১৯তম ওভারে পরপর দুই বলে যখন শামিম পাটোয়ারি ও মার্শাল আইয়ুব ফেরেন, তখনও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয়ের জন্য ৭ বলে ১৮ রান দরকার প্রাইম দোলেশ্বরের।১৯তম ওভারের শেষ বলে ছয় মেরে শেষ ওভারে সমীকরণটা ১২ রানে নামিয়ে আনেন ফরহাদ রেজা। শেষ ওভারে স্ট্রাইক যখন পান, ৫ বলে চাই ১১।সুমন খানকে পরপর দুই বলে মারেন ছয় ও চার। তার পরের বলে সিঙ্গেল নেন ফরহাদ। তাতেই দুই বল ও ৪ উইকেট অক্ষত রেখে শাইনপুকুরের বেধে দেয়া ১৬৩ রানের লক্ষ্য পেরিয়ে যায় প্রাইম দোলেশ্বর।শেষ পর্যন্ত ১১ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ফরহাদ। তার ঝড়ো ইনিংসের সাহায্যে নিজেদের চতুর্থ ম্যাচে তৃতীয় জয় তুলে নিল প্রাইম দোলেশ্বর।টসে জিতে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান তামিম ও সাব্বির হোসেনের ওপেনিং জুটি মাত্র ৪.৩ ওভারে বোর্ডে ৪৯ রান তুলে ফেলে।এরপর রবিউল ইসলাম রবির ৩৪ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৩২ বলে ৪৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১৬২ রানের সংগ্রহ দাঁড় করায় শাইনপুকুর।প্রাইম দোলেশ্বরের হয়ে রেজাউর রহমান রাজা ও শামিম শিকার করেন দুটি উইকেট। একটি করে উইকেট পান ফরহাদ ও কামরুল ইসলাম।জবাবে দুই ওপেনারকে দ্রুত হারালেও সাইফ হাসান ও ফজলে রাব্বির ৫৫ রানের জুটিতে ম্যাচে ফেরে প্রাইম দোলেশ্বর।চার ছয়ে ৩৪ বলে ফিফটি তুলে তানভির ইসলামের বাহাতি স্পিনে বোল্ড হয়ে ফেরেন সাইফ।তবে তাদের ম্যাচে রাখছিলেন রাব্বি ও শামিম। কিন্তু রাব্বি ৪১ রানে ফেরার পর ২২ রানে ফিরে যান শামিমও। শঙ্কায় পড়ে যায় দোলেশ্বরের জয়ের সম্ভাবনা।শেষ পর্যন্ত তা আর হয়নি। ফরহাদ রেজার ব্যাটে করে জয় তুলে নেয় তারা।শাইনপুকুরের হয়ে দুটি উইকেট শিকার করেন মোহর শেখ, একটি করে উইকেট পান তানভির, সুমন ও হাসান মুরাদ।
ফরহাদ রেজা ঝড়ে জিতল প্রাইম দোলেশ্বর
শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে চার উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বের ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের দেওয়া ১৬৩ রানের টার্গেট দুই বল আগেই ছুঁয়ে ফেলে দোলেশ্বর।
-
ট্যাগ:
- ডিপিএল
এ বিভাগের আরো খবর/p>