বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহামেডানের বায়ো বাবল ভঙ্গের তদন্তে বিসিবি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জুন, ২০২১ ২১:৫৫

শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে সময় মোহামেডানের বায়ো সিকিউরিটি ভাঙ্গার অভিযোগ পায় সিসিডিএম। নির্দিষ্ট করে বায়ো বাবল কী ভাবে ভেঙ্গেছে মোহামেডান সেটি না জানালেও, বিবৃতিতে জানানো হয় বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা দুটি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের বিপক্ষে বায়ো বাবল ভাঙ্গার অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি ও ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে সময় মোহামেডানের বায়ো সিকিউরিটি ভাঙ্গার অভিযোগ পায় সিসিডিএম। নির্দিষ্ট করে বায়ো বাবল কী ভাবে ভেঙ্গেছে মোহামেডান সেটি না জানালেও, বিবৃতিতে জানানো হয় বিষয়টি নিয়ন্ত্রক সংস্থা দুটি গুরুত্বের সঙ্গে নিয়েছে।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে সিসিডিএম-এর চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘সিসিডিএম ও বিসিবি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। আমাদের কাছে দলগুলো, তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা প্রচুর অর্থ ও শ্রম খরচ করে বায়ো সিকিউরিটি বাবল প্রটোকল নিশ্চিত করেছি। এর জন্য সম্ভাব্য থাকার জায়গা ও সেরা সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ।’

কাজী ইনাম আরও জানান জড়িতদের শাস্তি পেতে হবে। বিবৃতিতে বলা হয়, ‘বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেয়া হবে ও জড়িতদের শাস্তি দেয়া হবে।’

এবারের ডিপিএল শুরু হয় ৩১ মে। তার আগে দলগুলো করোনাভাইরাস মহামারিতে থেকে সুরক্ষা পেতে বায়ো বাবলে প্রবেশ করে তার দুই দিন আগে। ঢাকার চারটি হোটেলে বায়ো বাবল পরিবেশে থাকছেন ক্রিকেটাররা।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, ফোর সিজনস ও লেইকশোর হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় আছেন ক্রিকেটাররা। বায়ো বাবলের সুরক্ষার স্বার্থে এবারের ডিপিএলে বেশ কিছু বিধিনিষেধ বেঁধে দেয় বোর্ড।

বিসিবি জানায়, বায়ো বাবলের নিয়ম লঙ্ঘন করা হলে আইন ভঙ্গকারী খেলোয়ার, অফিশিয়াল বা দলকে জরিমানা করা হবে। পাশাপাশি রয়েছে পয়েন্ট কেটে নেয়ার নিয়মও।

এ বিভাগের আরো খবর