মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বৃষ্টির কারণে আবাহনী লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ নেমে আসে ১১ ওভারে।
প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স স্কোরবোর্ডে তোলে ১০১ রান। মুশফিকুর রহিম ও নাইম শেখের ব্যাটে ভর করে ১০২ রানের লক্ষ্য ৯ উইকেট ও ৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় আবাহনী।
প্রথমে ব্যাট করতে নেমে মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর ওপেনিং জুটিতে ধীর শুরু পায় ব্রাদার্স। কিন্তু এরপর মাত্র ১৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদের শঙ্কায় ছিল তারা।
শেষ পর্যন্ত তা হয়নি। আলাউদ্দিন বাবুর ১০ বলে ২৪ ও জাহিদুজ্জামানের ১০ বলে ২৫ রানের ঝড়ো দুটি ইনিংসে ভর করে ১০১ রানের সংগ্রহ গড়ে ব্রাদার্স।
আবাহনীর হয়ে তিনটি উইকেট শিকার করেন তানজিম সাকিব, দুটি উইকেট পান আরাফাত সানি।
জবাবে ওপেনার মুনিম শাহরিয়ারের ১২ বলে ২৫ রানের ইনিংসে ঝড়ো শুরু পায় আবাহনী। হাবিবুর রহমানের বলে তিনি বোল্ড হয়ে ফেরার পর আবাহনীর ইনিংসের হাল ধরেন অধিনায়ক মুশফিক ও নাইম শেখ। দুজনের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতে সহজ জয় পায় আবাহনী। মুশফিক ২১ বলে ৩৭ ও নাইম ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিল আবাহনী।
এর আগে দিনের প্রথম ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সহজ জয় পায় ওল্ড ডিওএইচএস। বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমে ব্যাট করে পারটেক্স তুলতে পারে মাত্র ৭৭। জবাবে আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদের অপরাজিত ৭৮ রানের উদ্বোধনী জুটিতে ১০ উইকেটের সহজ জয় পায় ওল্ড ডিওএইচএস, সেটিও ২১ বল হাতে রেখেই।