মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৩৬ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
প্রথমে ব্যাট করে প্রাইম দোলেশ্বরের করা ১৪৪ রানের জবাবে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় গাজী গ্রুপ।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার তৌফিক খান ও ইমরানুজ্জামানকে হারায় প্রাইম দোলেশ্বর।
কিন্তু সাইফ হাসান ও ফজলে মাহমুদের ৬৫ রানের জুটিতে ইনিংসে গতি ফিরে পায় তাদের। সঙ্গে শেষ দিকে শামীম পাটোয়ারির ১৮ বলে ২৫ রানের ইনিংসে বোর্ডের ১৪৪ রান তুলতে সক্ষম হয় দোলেশ্বর।গাজী গ্রুপের হয়ে দুটি করে উইকেট শিকার করেন নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাহমুদুল্লাহ।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে গাজী ক্রিকেটার্স। মাত্র ৩৯ রানে তারা হারায় সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুমিনুল হককে।আরিফুল হক তার ৩৭ রানের ইনিংসে চেষ্টা করলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। তাতে ৭ বল বাকি থাকতেই ১০৮ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ। ৩৬ রানের বড় জয় পায় প্রাইম দোলেশ্বর।
প্রাইম দোলেশ্বরের হয়ে দুটি করে উইকেট শিকার করেন শরিফুল্লাহ, শামীম ও এনামুল হক জুনিয়র। একটি করে উইকেট পান রেজাউর রহমান রাজা ও ফরহাদ রেজা।
দুই উইকেট ও ২৫ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন শামীম।