ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে বুধবার। শুরুর দিন শেষে বড় সংগ্রহের পথে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে তাদের সংগ্রহ তিন উইকেটে ২৪৬ রান।লর্ডসে সিরিজের প্রথম টস জেতেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসন। টস জিতে লর্ডেসের স্লো উইকেটে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি।টম লেইথাম ও ডেভন কনওয়ে ইনিংস শুরু করেন দেখেশুনে। স্কোরবোর্ডে ৫৮ রান যোগ করার পর ভাঙ্গে ওপেনিং জুটি।লেইথামকে বোল্ড করেন অভিষিক্ত সিমার ওলি রবিনসন। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৩ রান।এরপর কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন নিউজিল্যান্ড স্কিপার ও দলের সেরা ব্যাটার উইলিয়ামসন। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। অভিজ্ঞ জেমস অ্যান্ডারসনের বলে ১৩ রান করে বোল্ড হন তিনি।আরেক অভিজ্ঞ রস টেইলরকেও তুলে নেন রবিনসন। ১১৪ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে পরে সফরকারী দল।সেখান থেকে তাদের শক্ত অবস্থানে নিয়ে যায় কনওয়ে ও নিকোলসের জুটি। চতুর্থ উইকেটে ১৩২ রান যোগ করেন দুইজন।ধৈর্য্যের সঙ্গে খেলে কনওয়ে অভিষেকেই পূর্ণ করেন তার টেস্ট সেঞ্চুরি। তার ১৬৩ বলে শতরানে ছিল ১১টি বাউন্ডারি।অন্যপ্রান্তে তাকে যোগ্য সহায়তা দেন নিকোলস। ১১তম টেস্ট ফিফটি করতে তার আর দরকার চার রান।মন্থর গতিতে খেললেও দিনশেষে অবিছিন্ন আছে এই জুটি। প্রথম দিন ৮৬ ওভার খেলেছে নিউজিল্যান্ড। তাদের রানরেট ২.৫০।
দিনশেষে ১৩৬ রানে ছিলেন কনওয়ে। নিকোলস অপরাজিত ৪৬ রানে। ইংল্যান্ডের হয়ে তিন উইকেটের মধ্যে দুটি নিয়েছেন রবিনসন। একটি অ্যান্ডারসন।