করোনাভাইরাস মহামারির কারণে ৪ মে মাঝপথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর স্থগিত হয়ে যায়। এতে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে। নড়েচড়ে বসে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।করোনার প্রকোপের মধ্যে ভারত কিভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে, সেটি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে জানতে চায় আইসিসি।বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনা তুলে ধরতে আইসিসি কাছে সময় চেয়েছে বিসিসিআই। বিসিসিআইকে সময় দিয়েছে আইসিসি।বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে।সংবাদমাধ্যমকে বুধবার গাঙ্গুলি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আমাদের ২৮ জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। এরমধ্যে আমরা বিশ্বকাপ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবো। করোনা আক্রান্তের সংখ্যা কমছে। অক্টোবরের আগে পরিস্থিতির আরও উন্নতি হবে আশা করি। তাই ভারতের মাটিতে আশা করছি বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে না।’গত কয়েক দিন ধরে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে। বিভিন্ন রাজ্য নিজেদের মতো লকডাউন করায় সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা কমেছে।বিসিসিআইর এক সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘যদি আগামী মাসের মধ্যে করোনার পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ভারতে বিশ্বকাপ হবে। নয়তো বিকল্প রাস্তায় হাটবে বোর্ড। তখন সংযুক্ত আরব আমিরাতে হতে পারে বিশ্বকাপ।’
২৮ জুন পর্যন্ত সময় পেল বিসিসিআই
গত কয়েক দিন ধরে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে। বিভিন্ন রাজ্য নিজেদের মতো লকডাউন করায় সামগ্রিকভাবে আক্রান্তের সংখ্যা কমেছে।
-
ট্যাগ:
- বিসিসিআই
এ বিভাগের আরো খবর/p>