বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্পনসরের ওপর ক্ষেপেছেন মাশরাফি, করছেন চুক্তি বাতিল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২ জুন, ২০২১ ১১:১৯

এসপিসি গ্রুপ নিয়ে মাশরাফি বলেন, ‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদের উকিল নোটিশ পাঠিয়েছি। আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।’

মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট মাঠ থেকে আপাতত দূরে থাকলেও কাটাচ্ছেন ব্যস্ত সময়। নড়াইলের সংসদ সদস্য মাশরাফি সময় পার করছেন এলাকার মানুষের উন্নয়ন ও সার্বিক দেখভালে।এরই মধ্যে সাবেক টাইগার অধিনায়ক জানালেন এক ভিন্ন অভিজ্ঞতার কথা। নিজের এক স্পনসরের সঙ্গে চুক্তি বাতিল করেছেন তিনি। স্পনসর প্রতিষ্ঠানের নাম এসপিসি গ্রুপ। তাদের সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও দুই মাস পরই তা বাতিল করেন ম্যাশ।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মাশরাফি নিশ্চিত করেন এই তথ্য। ফেসবুকে লেখেন, ‘গত এপ্রিলে আমি SPC GROUP নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। তাদের সঙ্গে আমার চুক্তি ছিল শুভেচ্ছাদূত হিসেবে তারা তাদের প্রতিষ্ঠানের প্রচারে আমার ছবি ও ধারণকৃত ভিডিও ব্যবহার করতে পারবে। বিনিময়ে তারা নড়াইলে ১০০টি উন্নত মানের সিসিটিভি স্থাপনসহ সামাজিক উন্নয়নের কাজ করবে।’এসপিসি গ্রুপ মূলত একটি মাল্টি লেভেল মার্কেটিং প্রতিষ্ঠান। এটি জানার পরই মাশরাফি চুক্তি বাতিল করতে উদ্যোগী হন।

তিনি লেখেন, ‘সম্প্রতি আমি জানতে পেরেছি, তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে ধারণা আমাকে দেয়া হয়েছিল, তাদের ব্যবসার ধরন তা নয়।’দুই মাসের মাথায় চুক্তি ছিন্ন করেছেন মাশরাফি। তিনি জানান, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে চুক্তি বাতিলের।‘দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসের মধ্যেই তাদের সম্পর্কে জানার পরই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই আমি তাদের উকিল নোটিশ পাঠিয়েছি। আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করার আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি।’এসপিসি গ্রুপ গত দুই মাস মাশরাফির ছবি ও নাম ব্যবহার করে ব্যাপক প্রচার চালিয়ে আসছিল। সেগুলো সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান মাশরাফি।তিনি লেখেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, আমার নাম বা ছবি দেখে বিভ্রান্ত হয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে না জড়াতে।’আপাতত নড়াইলে ব্যস্ত থাকলেও শিগগিরই মাশরাফিকে দেখা যাবে ক্রিকেট মাঠে। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড খেলার কথা রয়েছে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন তিনি।

এ বিভাগের আরো খবর